Garena Free Fire Today Redeem code 24 March: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন
Free Fire today redeem codes 24 March: বিনা পয়সায় গেম খেলার মজাই আলাদা । অ্যাডভেঞ্চার বিশিষ্ট রয়্যাল ব্যাটেল গেম,...Free Fire today redeem codes 24 March: বিনা পয়সায় গেম খেলার মজাই আলাদা । অ্যাডভেঞ্চার বিশিষ্ট রয়্যাল ব্যাটেল গেম, গ্যারেনা ফ্রি ফায়ার-এর জনপ্রিয়তার অন্যতম কারণই হল বিনামূল্যে বিভিন্ন ইন-গেম আইটেম জেতার সুযোগ। ভারতে গেমটি ব্যান হয়ে যাওয়ার পরেও এর জনপ্রিয়তা এখনো অটুট। তাই এখনো গেমাররা পাচ্ছেন ফ্রি রিডিম কোড ব্যবহার করে পুরস্কার। তাও আবার একেবারে বিনামূল্যে। এই সুযোগ হাতছাড়া করবে কে? সেক্ষেত্রে আপনি যদি ফ্রি ফায়ার গেম খেলেন, তাহলে আজকের Garena Free Fire রিডিম কোডগুলি দেখে নিন।
Garena Free Fire redeem codes for 24 March 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ২৪ মার্চ, ২০২২)
F4GH-JKO6-TRFC
F8HJ-KLO0-98M7
FYTG-FDSW-34RT
FHJK-OLP0-98UY
FB7N-56IY-H7B6
F9CF-DVEB-N45J
F6IY-UH7B-6VCT
FRAQ-F2GH-3U4R
FTG7-B7TC-GDEJ
FK56-LO7U-0J9N
FBU7-Y3HF-GDBE
FN56-KYOU-J98N
7BV6-5DS4-RE3D
F3V4-B5NJ-6KYO
F98B-7V6C-T4AG
F345-TYHJ-N9BH
FUI9-G76T-JH67
Free Fire redeem codes for today (আজকের ফ্রি ফায়ার রিডিম কোড)
FFDS-W2QA-SXFG
HYU6-54ER-G3B4
NH5J-TI9G-87V6
TCRF-SWB3-HJ4U
F6YT-SGB9-WN34
5K6Y-UKJN-MBVI
9S87-Q6T1-G23H
4JTK-IGBV-C6XR
DSEV-BR5N-6M78
F6UJ-9NB8-VUYC
FB2N-YKUJ-O8BV
FCX5-EADQ-2H34
FRTG-7V65-C1RD
FVEB-RN5K-YOH9
8B76-CTDG-BRN5
6KYI-HB87-V6C5
TR4F-RTUI-JNH6
গ্যারেনা ফ্রি ফায়ারের কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire codes)
১) রিডিম কোড ব্যবহার করে ইন-গেম আইটেম অর্জন করার জন্য প্রথমেই আপনাকে গ্যারেনার অফিশিয়াল ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) যেতে হবে।
২) তারপর Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
৩) এরপর উপরের দেওয়া যে কোনও একটি রিডিম কোড কপি করে সেটি ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।
৪) এরপর আপনার স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।
আপনার ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি এখানেই সম্পন্ন হল। তবে ধৈর্য্য রাখতে হবে, এই ফ্রি রিডিম কোড ব্যবহার করতে কিছুটা সময় লাগে। কোনও কারণে যদি আপনার ফ্রি কোড রিডিম না হয়, তাহলে সেই মেসেজ আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে।