Jio-র দিন শেষ! এবার আদানি গ্রুপ নাকি আনছে নতুন টেলিকম কোম্পানি, FREE ডেটা-কল পাবেন?
ভারতের ব্যবসায়ী সম্প্রদায় এবং ধনী ব্যক্তিদের মধ্যে আদানি-আম্বানিকে নিয়ে আলোচনার শেষ নেই। বিভিন্ন প্রযুক্তিগত পদক্ষেপ...ভারতের ব্যবসায়ী সম্প্রদায় এবং ধনী ব্যক্তিদের মধ্যে আদানি-আম্বানিকে নিয়ে আলোচনার শেষ নেই। বিভিন্ন প্রযুক্তিগত পদক্ষেপ নিয়ে বাজারে সাড়া ফেলার পাশাপাশি, ছেলের বিয়ে উপলক্ষে বর্ণময় আয়োজন করে সম্প্রতি সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন মুকেশ আম্বানি। তবে আজকাল আদানি গ্রুপ (Adani Group)-এর চেয়ারপার্সন গৌতম আদানিও খবরের শিরোনামে রয়েছেন। আসলে প্রায় ৮ বছর আগে Jio কোম্পানির নামে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা শুরু করে ইন্ডিয়ান টেলিকম সেক্টরের চেহারা বদলে দিয়েছেন আম্বানি – ইতিমধ্যে তাঁর সংস্থা স্মার্টফোন এবং অন্যান্য সস্তা ডিভাইস লঞ্চও করেছে। এখন শোনা যাচ্ছে যে, গৌতম আদানি খুব শীঘ্রই এই দলে নাম লিখিয়ে Jio-কে প্যাঁচে ফেলতে পারে। আদানি, এবার তাঁর সিম এবং স্মার্টফোন বাজারে আনতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এমনকি এই নিয়ে মানুষের মনে নানা সংশয়ও দেখা দিয়েছে। কতটা যৌক্তিক এই খবর?
Qualcomm-এর সঙ্গে মিটিং: এবার আদানিও আনছে সিম, স্মার্টফোন?
আসলে হালফিলে গৌতম আদানি এবং চিপসেট নির্মাতা কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমনের মধ্যে একটি বৈঠক হয়েছে। আসলে ক্রিস্টিয়ানো, এখন ভারতে এসেছেন এবং দেশের বড় বড় শিল্পপতিদের সঙ্গে দেখা করছেন। সেই সূত্রেই তিনি আদানির সঙ্গেও দেখা করেছেন। এদিকে এই সাক্ষাতের জেরে ঠিক পরপরই সামনে আসছে বিভিন্ন খবর, যার মধ্যে ভাইরাল একটি হল যে, গৌতম আদানি, জিও তথা মুকেশ আম্বানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নতুন টেলিকম সংস্থা চালু করতে চলেছেন। এর সঙ্গে তিনি নতুন স্মার্টফোনও লঞ্চ করতে পারেন।
সেক্ষেত্রে আপনিও যদি এই খবরটি এরইমধ্যে শুনে থাকেন, তাহলে বলে রাখি যে এখনও পর্যন্ত আদানি গ্রুপ বা কোয়ালকম কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা বা তথ্য প্রকাশিত হয়নি। বৈঠকের পর, গৌতম আদানি 'এক্স' (X) হ্যান্ডেলের মাধ্যমে শুধুমাত্র সেই কথা শেয়ার করেন। কিন্তু কোথাও বলা হয়নি যে, গৌতম, তার নতুন কোম্পানি নিয়ে আসছেন। তাই আপাতত এই খবরগুলিকে সম্পূর্ণ গুজব বলেই ধরে নিতে হবে।
এর আগে স্পেকট্রাম কিনেছেন গৌতম আদানি
উল্লেখ্য, দু বছর আগে ২০২২ সালে অনুষ্ঠিত স্পেকট্রাম নিলামের সময়, গৌতম আদানি কিছু (5G )স্পেকট্রাম কিনেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফে সেই বিষয়ে কোনো উচ্চ-বাচ্য দেখা যায়নি – এই কারণে কয়েকদিন আগে আদানি গ্রুপকে 'শো-কজ' নোটিশও পাঠায় TRAI। বর্তমানে, আদানি বিভিন্ন জায়গায় ডেটা সেন্টার তৈরি করছে। এদিকে কোয়ালকম, ডিজাইনিং এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বড় প্লেয়ার। সব মিলিয়েই নতুন জল্পনা-কল্পনা বলে মনে হচ্ছে!