খাবার করা যাবে গরম আবার ঠান্ডাও! মাত্র ২,৫০০ টাকায় কিনে আনুন এই আশ্চর্য পোর্টেবল Mini Fridge
পড়াশোনার জন্য কিংবা চাকরিসূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে মেসে কিংবা ভাড়াবাড়িতে থাকতে হলে নিজেদের দৈনন্দিন জীবনের চাহিদা...পড়াশোনার জন্য কিংবা চাকরিসূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে মেসে কিংবা ভাড়াবাড়িতে থাকতে হলে নিজেদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য প্রত্যেককেই কিছু হোম অ্যাপ্লায়েন্স কিনে নিতে হয়। সেক্ষেত্রে এই গরমকালে সারাদিন খাটাখাটনির পর একটু ঠান্ডা জল খেয়ে তৃপ্তি পেতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ফ্রিজের। আবার টুকটাক খাবার কিনে আনলে সেটা গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের দরকার পড়ে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে, বাড়ির বাইরে থেকে এইসব ছোটোখাটো প্রয়োজন মেটাতে প্রচুর টাকা খরচা করে বড়োসড়ো ফ্রিজ কিংবা ওভেন কেনা কিন্তু খুব একটা জরুরি নয়। তাহলে এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, ভাড়াবাড়িতে থাকলে এই সমস্ত কাজগুলি খুব সহজেই করার উপায় কী? সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।
চলতি সময়ে উন্নত প্রযুক্তির কল্যাণে দামে সস্তা অথচ কার্যকর, এমন অনেক ইলেকট্রনিক গ্যাজেট মার্কেটে উপলব্ধ রয়েছে। ই-কমার্স সাইটগুলিতে ঢুঁ মারলেই এমন হাজারো ডিভাইসের দেখা মেলে। তেমনই একটি দুর্দান্ত মিনি ফ্রিজ (Mini Fridge) উপলব্ধ রয়েছে অ্যামাজন (Amazon)-এ, যেটিকে কোনো জিনিসকে ঠান্ডা কিংবা গরম – দুটি কাজ করার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে! আজ্ঞে হ্যাঁ, শুনে অবিশ্বাস্য বলে মনে হলেও কথাটা কিন্তু সত্যি। এই মিনি ফ্রিজটি একইসাথে রেফ্রিজারেটর এবং হিটারের কাজ করতে সক্ষম। আর সেইসাথে পোর্টেবল হওয়ায় এটিকে নিজের সুবিধামতো যে-কোনো জায়গায় নিয়ে যাওয়াও যেতে পারে। তাহলে চলুন, এই চমকপ্রদ ডিভাইসটির সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।
Mini Fridge-এর দাম, লভ্যতা
ই-কমার্স সাইট অ্যামাজনে মিরু (MIRU)-র পোর্টেবল মিনি ফ্রিজটিকে মাত্র ২,৩৪৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তদুপরি, এটি কেনার ক্ষেত্রে ইউজাররা ব্যাঙ্ক অফারের সুবিধাও পাবেন। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ এই ফ্রিজটি আকারে খুবই ছোটো এবং হালকা, তাই এটি খুব সহজেই বহনযোগ্য। ফলে নিজের গাড়িতে, কিংবা অফিসে বা ছোটোখাটো ট্যুরে কোথাও গেলে আপনি এই চমৎকার ডিভাইসটিকে খুব সহজেই নিজের সাথে বয়ে নিয়ে যেতে পারবেন। সংস্থার দাবি, অত্যন্ত কম বিদ্যুৎ খরচে এই পরিবেশবান্ধব ফ্রিজটিকে অতি অনায়াসে ব্যবহার করা যেতে পারে।
Mini Fridge-এর স্পেসিফিকেশন
আপনাদেরকে জানিয়ে রাখি যে, ছোটোখাটো আকারের এই মিনি ফ্রিজটির ক্যাপাসিটি ৭ লিটার। মাত্র ১২ ভোল্ট পাওয়ারেই এটিকে অপারেট করা যেতে পারে। সবচেয়ে বড়ো কথা হল, নামে ফ্রিজ হলেও এই ডিভাইসটি কোনো জিনিসকে ঠান্ডা কিংবা গরম করতে সক্ষম। অর্থাৎ, রেগুলার ফ্রিজের মতো এটিকে ব্যবহার করা যাবে না। কোল্ড ড্রিঙ্কস কিংবা অন্য যেকোনো পানীয়কে ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করতে, কিংবা স্ন্যাকস জাতীয় খাবারকে ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় গরম করতে ইউজাররা এই ডিভাইসটিকে ব্যবহার করতে পারেন। তাই এই চমকপ্রদ ইলেকট্রনিক গ্যাজেটটিকে ঘরে আনতে চাইলে আজই Amazon থেকে নির্দ্ধিধায় অর্ডার করে ফেলুন।