এক ফিচারেই টেনশন শেষ! এই Setting অন থাকলে Smartphone চুরি বা হারানোর ঝামেলা নেই

সাধারণ মানুষের কাছে স্মার্টফোন যেন প্রাণভোমরারই সামিল, ফলত কোনো কারণে যদি এই বস্তুটি হাতছাড়া হয়ে যায় তাহলে তাতে আত্মারাম খাঁচাছাড়া হওয়ারই জোগাড় হয়। কিন্তু অপ্রত্যাশিত…

সাধারণ মানুষের কাছে স্মার্টফোন যেন প্রাণভোমরারই সামিল, ফলত কোনো কারণে যদি এই বস্তুটি হাতছাড়া হয়ে যায় তাহলে তাতে আত্মারাম খাঁচাছাড়া হওয়ারই জোগাড় হয়। কিন্তু অপ্রত্যাশিত হলেও ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা আমার-আপনার মতো অনেকের সাথেই মাঝে-মধ্যে ঘটে যায়, যেখানে সেটি ফেরত পাওয়ার আশা ছেড়ে দেন অনেকেই। তবে এখন যদি কোনোভাবে আপনার স্মার্টফোন হারিয়ে যায়, তাহলে তেমন ঘাবড়ানো বা থানা-পুলিশের সাহায্য না পাওয়া সম্পর্কে নিরাশ হওয়ার প্রয়োজন নেই।বরঞ্চ আপনি নিজে নিজেই সেটি খুঁজে দেখতে পারেন। আসলে Google বহুদিন আগে থেকেই ‘Find My Device’ নামক একটি সার্ভিস দেয়, যা ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন সার্চ করতে পারেন। এর জন্য কেবল ফোনে Google বা Gmail অ্যাকাউন্ট লগ ইন থাকলেই হবে। আসলে Google-এর ‘Find My Device’ ইউজারদের তাদের Android ডিভাইসের লোকেশন শনাক্ত করতে এবং প্রয়োজনে সেটি লক করতে সাহায্য করতে পারে। মানে আপনার যদি ভুলোমনা স্বভাব হয়, আর আপনি বারবার ফোন কোথাও রেখে ভুলে যান তাহলে সেক্ষেত্রেও আপনি এটি কাজে লাগাতে পারেন। আপনি যদি ফিচারটি সম্পর্কে অবগত না হন, তবে আমাদের এই প্রতিবেদন আপনার কাজে আসবে, কেননা এখানে আমরা বলব যে কীভাবে আপনার Android ডিভাইসে ‘Find My Device’ পরিষেবাটি ব্যবহার করা যায়৷

Find My Device: কীভাবে হারিয়ে যাওয়া স্মার্টফোন শনাক্ত করবেন?

১. হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পেতে প্রথমে আপনাকে অন্য কোনো ডিভাইস থেকে ব্রাউজার খুলে android.com/find ওয়েবসাইটে যেতে হবে।

২. পরবর্তী ধাপে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

৩. এরপর আপনি ম্যাপে তথ্য পাবেন যে আপনার হাতছাড়া ডিভাইসটি কোথায় আছে।

৪. আর এক্ষেত্রে যদি কোনো কারণে আপনার ডিভাইসটি খুঁজে না পাওয়া যায়, তবে অন্তত ফোনের লাস্ট লোকেশনটি জানতে পারেন এবং সেই বুঝে পদক্ষেপ নিতে পারবেন।

তবে মনে রাখবেন, হারানো বা চুরি যাওয়া ফোন সার্চ করার সময় অবশ্যই সেটিকে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে৷ এছাড়া যে অ্যান্ড্রয়েড ফোনটি খোঁজার চেষ্টা করছেন –

  • তার লোকেশন সার্ভিস এবং ‘ফাইন্ড মাই ডিভাইস’ পরিষেবা চালু থাকতে হবে।
  • ডিভাইসটিতে চার্জ থাকতে হবে এবং মোবাইল ডেটা বা WiFi-এর সাথে কানেক্ট থাকতে হবে। মানে এতে নেট অন থাকতে হবে।
  • এটি গুগল প্লে-র ডিভাইস লিস্টে দৃশ্যমান হচ্ছে কিনা দেখতে হবে।

Find My Device কীভাবে কাজ করবে?

ফাইন্ড মাই ডিভাইস মূলত তিনটি সুবিধা দেবে। যেমন –

১. প্লে সাউন্ড: এর কারণে আপনার ডিভাইসটি পাঁচ মিনিটের জন্য ফুল ভলিউমে চলবে, তাতে হাতছাড়া হওয়ার আগে সেটি সাইলেন্ট বা ভাইব্রেট মোডেই থাক না কেন। ফলে কাছাকাছি থাকলে আপনি সেটির বিষয়ে তথ্য পাবেন।

২. প্রোটেকশন: আপনার ডিভাইসটির স্ক্রিন লক না থাকলে গুগলের ফিচারটি একটি পিন বা পাসওয়ার্ড দিয়ে তা লক করবে। এক্ষেত্রে কাউকে ডিভাইস ফেরত দিতে সাহায্য করার জন্য, আপনি লক স্ক্রিনে একটি মেসেজ বা নম্বর যোগ করতে পারেন।

৩. ফটো এবং ডেটা ডিলিট: ফিচারটি কিন্তু আপনার ডিভাইসের সমস্ত ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতেও সক্ষম। এটি এসডি কার্ডকে প্রভাবিত করতে পারেনা, তবে একবার গুগল অ্যাপ মুছে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ পরিষেবাটিও কাজ করা বন্ধ করে দেবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন