বিশাল বড় ব্যাটারি সহ ১ মার্চ লঞ্চ হচ্ছে Gionee Pro Max, দাম হতে পারে ৭ হাজার টাকার কম
স্মার্টফোন কোম্পানি Gionee গতবছর ভারতে বাজেট রেঞ্জে Gionee Max লঞ্চ করেছিল। এবার কোম্পানিটি এর প্রো ভ্যারিয়েন্ট নিয়ে...স্মার্টফোন কোম্পানি Gionee গতবছর ভারতে বাজেট রেঞ্জে Gionee Max লঞ্চ করেছিল। এবার কোম্পানিটি এর প্রো ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। আগামী ১ মার্চ Gionee Pro Max নামের এই ফোনটি ভারতে পা রাখবে। Flipkart থেকে এই ফোনটি পাওয়া যাবে। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি জিওনি প্রো ম্যাক্স এর জন্য একটি মাইক্রোসাইট তৈরী করেছে। যেখানে ফোনটির লঞ্চ ডেট সহ মুখ্য স্পেসিফিকেশন উল্লেখ করা হয়েছে। আশা করা যায় ভারতে এই ফোনের দাম ৭,০০০ টাকার কম রাখা হবে।
Flipkart এর টিজার পেজে জানানো হয়েছে, আপনার বাজেটে আলট্রা ম্যাক্স এক্সপেরিয়েন্স অফার করার জন্য ১ মার্চ দুপুর ১২ টায় লঞ্চ হচ্ছে Gionee Pro Max। এই ফোনে থাকবে বড় ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। যা ভিডিও বা গেম খেলার জন্য উপযুক্ত। তবে জিওনি প্রো ম্যাক্স ফোনের মূল আকর্ষণ হবে অবশ্যই এর ব্যাটারি। এই ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে জানা গেছে।
এছাড়াও ফোনটি ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। যা নির্দেশ করে Gionee Pro Max এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে। যদিও এছাড়া টিজার পেজ থেকে আর কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে এই ফোনটি ৭,০০০ টাকার কমে ভারতে আসবে। প্রসঙ্গত গতবছর লঞ্চ হওয়া Gionee Max এর ভারতে দাম ৫,৪৯৯ টাকা।
Gionee Max এর স্পেসিফিকেশন
জিওনি ম্যাক্স ৬.১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ এসেছিল। ডিসপ্লের প্রটেকশনের জন্য ছিল ২.৫ডি কার্ভাড গ্লাস। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছিল Spreadtrum ৯৮৬৩এ অক্টা কোর প্রসেসর। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে ছিল ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ।