গোটা বিশ্বে বিক্রি বাড়ছে প্রিমিয়াম স্মার্টফোনের, রাজ করছে Apple

২০২১ সালে, প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের বিক্রয় ব্যাপক মুনাফার যোগান দিয়েছে টেক সংস্থাগুলিকে, এমনটাই সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করলো মার্কেট রিসার্চার সংস্থা কাউন্টারপয়েন্ট (Counterpoint)। সদ্য প্রকাশিত…

২০২১ সালে, প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের বিক্রয় ব্যাপক মুনাফার যোগান দিয়েছে টেক সংস্থাগুলিকে, এমনটাই সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করলো মার্কেট রিসার্চার সংস্থা কাউন্টারপয়েন্ট (Counterpoint)। সদ্য প্রকাশিত এই রিপোর্টে থাকা ইয়ার-অন-ইয়ার (YoY) পরিসংখ্যানের নিরিখে, ২০২০ সালের তুলনায় গত বছর ২৪% বিক্রয় বৃদ্ধি পাওয়ার দরুন প্রিমিয়াম সেগমেন্টটি একটি নতুন মাইলস্টোন তৈরী করেছে। অপরপক্ষে, সামগ্রিক স্মার্টফোন মার্কেটের YoY গ্রোথ গত বছর ৭% বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে, শুধুমাত্র প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্ট থেকেই অন্যান্য বছরের তুলনায় ২৭% বেশি ‘গ্লোবাল স্মার্টফোন সেল’ এসেছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

২০২১ সালে প্রিমিয়াম স্মার্টফোনের বাজার সর্বাধিক লাভজনক প্রমাণিত হয়েছে টেক সংস্থাগুলির জন্য, দাবি কাউন্টারপয়েন্টের

সমগ্র ২০২১ সালে,বাজেট বা মিড রেঞ্জের তুলনায় প্রিমিয়াম সেগমেন্ট‌ সর্বাধিক আয়ের উৎস হয়েছে স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলির জন্য। কারণ স্বরূপ মনে করা হচ্ছে, উদীয়মান অর্থনীতি ভিত্তিক দেশগুলিতে বহু স্মার্টফোন ইউজাররা ‘অ্যাফোর্ডেবল’ প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল বেশি কিনেছেন। আবার, উন্নত অর্থনীতি ভিত্তিক দেশের ক্ষেত্রে অনেকেই পুরোনো ৪জি (4G) স্মার্টফোনের পরিবর্তে অ্যাডভান্স ৫জি (5G) কানেক্টিভিটি ডিভাইস বেছে নিয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে প্রিমিয়াম সেগমেন্টের শীর্ষস্থানীয় ৪টি স্মার্টফোন সংস্থা হল – অ্যাপল (Apple), ওপ্পো (Oppo), ভিভো (vivo) এবং শাওমি (Xiaomi)। এক্ষেত্রে, চীন এবং পশ্চিম ইউরোপে সংস্থাগুলির প্রিমিয়াম স্মার্টফোন সর্বাধিক বিক্রি হয়েছে। মূলত, প্রতিদ্বন্দ্বী টেক সংস্থা হুয়াওয়ের (Huawei) বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব সংস্থাগুলির মুনাফা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করেছে।

‘অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার’ বা OEM অনুসারে, প্রায় প্রত্যেকটা দেশেই অ্যাপল এখন প্রিমিয়াম-সেগমেন্ট মার্কেটের শীর্ষস্থান দখল করে আছে। এক্ষেত্রে, গত বছর টেক জায়ান্টটির মার্কেট শেয়ার ৬০% ছুঁয়েছিল। আর এরূপ রেকর্ড পরিমাণ বিক্রয়কার্যের জন্য দায়ী, ২০২০ সালে লঞ্চ হওয়া iPhone 12 এবং ২০২১ সালে আত্মপ্রকাশ করা সংস্থার আইফোন সিরিজ iPhone 13। এমনকি, ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে চীনে ‘হাইয়েস্ট এভার মার্কেট শেয়ার’ লাভ করেছিল অ্যাপল।

তদুপরি, ২০২১ সালে স্যামসাংয়ের প্রিমিয়াম সেগমেন্টের বিক্রয় ৬% বৃদ্ধি পেয়েছে। কিন্তু একই সাথে শেয়ার হারিয়েছে সংস্থাটি। Galaxy S20 সিরিজের তুলনায় Galaxy S21 সিরিজ ভালো পারফর্ম প্রদান করলেও, নতুন নোট সিরিজের অভাব এবং কম্পোনেন্টের ঘাটতির কারণেই মূলত শেয়ার হারিয়েছে স্যামসাং।

অন্যদিকে, ওপ্পো এবং ভিভো গত বছর সবথেকে বেশি লাভের মুখ দেখেছিল। এক্ষেত্রে, অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাণকারী ব্র্যান্ড দুটি, যথাক্রমে ১১৬% এবং ১০৩% মার্কেট শেয়ারের সাথে একাধিক দেশে প্রিমিয়াম সেগমেন্টের প্রথমসারিতে অবস্থান করেছে। পরিসংখ্যানের নিরিখে, ওপ্পোর মার্কেট শেয়ার ইউরোপে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর ভিভো, X60 এবং X50 সিরিজের সৌজন্যে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় শেয়ার ‘গ্রোথ’ করতে সক্ষম হয়েছে।

পরিশেষে, শাওমি মোট ৬টি দেশে প্রিমিয়াম বিভাগের টপ-৫ তালিকায় অবস্থা করেছে। এক্ষেত্রে, এই সেগমেন্টে উক্ত সংস্থাটির Mi 11 সিরিজ সর্বাধিক বিক্রী হয়েছে।