ভাষা বা ব্যাকরণ না জানলেও সমস্যা নেই, Gmail এবার লিখে দেবে আপনার সমস্ত মেল
Gmail Help Me Write feature: আপনি যদি মেইল লিখতে না জানেন, তাহলে আপনার আর চিন্তা করার দরকার নেই। এখন জিমেল (Gmail) নিজেই...Gmail Help Me Write feature: আপনি যদি মেইল লিখতে না জানেন, তাহলে আপনার আর চিন্তা করার দরকার নেই। এখন জিমেল (Gmail) নিজেই ইমেইল লিখে দেবে। উল্লেখ্য, Google I/O 2023 ইভেন্টের সময় গুগল 'হেল্প মি রাইট' নামে একটি ফিচারের ঘোষণা করেছিল। এই ফিচার এআই প্রযুক্তি ব্যবহার করবে। ফিচারটি Gmail এবং Google ডক্স ব্যবহারকারীদের সহায়তা করার জন্য নিয়ে আসা হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য রোলআউট হল
৯টু৫গুগলের একটি রিপোর্টে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনের জিমেলের জন্য এআই চালিত হেল্প মি রাইট ফিচারটি চালু করা হয়েছে। এর আগে, এই বৈশিষ্ট্যটি কেবল ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল। জিমেলের হেল্প মি রাইট ফিচার ব্যবহারকারীদের দেওয়া সিগন্যালের ওপর ভিত্তি করে একটি ড্রাফ্ট তৈরি করে ইমেইল লিখতে সাহায্য করে।
কীভাবে Gmail এর জন্য আসা এই নতুন ফিচার কাজ করবে
গুগল তাদের সাপোর্ট পেজে জিমেলের নতুন এআই-সক্ষম হেল্প মি রাইট ফিচার ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানিয়েছে। ব্যবহারকারীদের প্রথমে আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে জিমেলে কম্পোজ বাটনে ট্যাপ করতে হবে এবং তারপরে স্ক্রিনের নীচে ডানদিকে হেল্প মি রাইট ফিচারটি নির্বাচন করতে হবে।
এরপর এআই আপনার নির্দেশনা অনুযায়ী একটি মেল তৈরি করবে, যা আপনি পরে পরিবর্তনও করতে পারবেন। এই ফিচারটির একটি মজার বিষয় হলো আপনি যতবার চান মেলটি "রিক্রিয়েট" করতে পারবেন, এর জন্য আপনাকে "রিক্রিয়েট" অপশনে ট্যাপ করতে হবে।