Gmail, Hotmail ব্যবহারকারীরা সাবধান! এই ইমেইল থেকে হ্যাক হতে পারে আপনার Facebook অ্যাকাউন্ট

ইমেইল স্ক্যাম এখনকার ডিজিটাল যুগে কোনো নতুন ঘটনা নয়। বরঞ্চ এই ধরনের জালিয়াতির দ্বারা প্রতারিত মানুষের সংখ্যা দিন-কে-দিন...
techgup 6 July 2022 2:18 PM IST

ইমেইল স্ক্যাম এখনকার ডিজিটাল যুগে কোনো নতুন ঘটনা নয়। বরঞ্চ এই ধরনের জালিয়াতির দ্বারা প্রতারিত মানুষের সংখ্যা দিন-কে-দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাকাররা ক্রমাগত ইউজারদেরকে ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করে তাদের ব্যক্তিগত তথ্য এবং কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার নিত্যনতুন ফন্দিফিকির আবিষ্কার করছে। সেক্ষেত্রে সম্প্রতি আবারও এই ধরনের একটি নতুন ইমেইল স্ক্যামের খবর প্রকাশ্যে এসেছে, যার দ্বারা Gmail (জিমেইল) এবং Hotmail (হটমেইল) ব্যবহারকারীরা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছেন বলে জানা গেছে। ঠিক কীভাবে জাল বিস্তার করছে এই স্ক্যাম? আসুন এর সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Facebook Support-এর নামে আসছে মেইল

চলতি সময়ে প্রতারকরা, ফেসবুক ব্যবহারকারীদের সাপোর্ট (Facebook Support) টিমের নামে ভুয়ো ইমেইল পাঠিয়ে বোকা বানাচ্ছে। অন্যান্য স্ক্যামের মত এই ইমেইলেও ম্যালিশিয়াস লিঙ্কের উল্লেখ থাকছে, যাতে ক্লিক করলেই ইউজারদের ফেসবুক অ্যাকাউন্ট ডিটেইলস সহ অন্যান্য পার্সোনাল ডেটা চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই প্রতারণামূলক ইমেইলগুলির চেহারা একদম অফিসিয়াল ব্র্যান্ডিংযুক্ত হওয়ায় ইউজারদের মনে কোনোরকম সন্দেহের উদ্রেক হচ্ছে না, ফলস্বরূপ হ্যাকাররা তাদেরকে অতি সহজেই প্রতারিত করতে পারছে।

ট্রাস্টওয়েভ (Trustwave)-এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা উক্ত রিপোর্টটিতে জানিয়েছেন যে, এই ইমেইলগুলিতে জিমেইল এবং হটমেইল ব্যবহারকারীদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলি কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের জন্য ডিলিট করা হতে পারে এবং তা আটকানোর জন্যই তাদেরকে ইমেইলে সংযুক্ত লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে।

এছাড়া, ইমেইলে বলা থাকছে যে ইউজাররা যদি ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট মেইলটির রিপ্লাই না করেন, তবে তাদের ফেসবুক পেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। তাই তারা যেন ইমেইলে উল্লিখিত 'অ্যাপিল নাও' (Appeal Now) বাটনে ক্লিক করেন। আর এই বাটনটিতে ক্লিক করলেই ব্যবহারকারীদেরকে একটি ভুয়ো ফেসবুক অ্যাপিল পেজে রিডাইরেক্ট করা হচ্ছে, যেখানে কর্তৃপক্ষের রূপ ধরে এই সমস্যা সম্পর্কিত বিষয়ে তাদের সাথে চ্যাট করছে সাইবার আক্রমণকারীরা।

বলে রাখি, এই চ্যাট মারফত ইউজারদের কাছ থেকে যে সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করবে স্ক্যামাররা, তার মধ্যে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ডিটেলসসহ একাধিক ব্যক্তিগত তথা গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। তাই বিশেষজ্ঞদের তরফে সমস্ত Gmail এবং Hotmail ইউজারদেরকে সতর্ক করে জানানো হয়েছে যে, তারা যেন এই ধরনের কোনো ইমেইলের রিপ্লাই না করেন। অসৎ কার্যকলাপ করা থেকে হ্যাকারদের আটকানোর যেহেতু কোনো উপায় নেই, সেক্ষেত্রে চলতি সময়ে সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচতে গেলে নিজেদেরকেই যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। তাই স্ক্যামারদের প্রতারণার শিকার হতে না চাইলে চোখকান খোলা রেখে চলাই শ্রেয়!

Show Full Article
Next Story