Gmail ব্যবহারকারীরা সাবধান, নতুন জালিয়াতির ফাঁক, মুহূর্তে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

আপনি যদি Gmail ব্যবহারকারী হন তাহলে সতর্ক হয়ে যান। আসলে Gmail-এ আবিষ্কৃত নতুন একটি বাগের কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট...
Julai Modal 5 Jun 2023 11:12 AM IST

আপনি যদি Gmail ব্যবহারকারী হন তাহলে সতর্ক হয়ে যান। আসলে Gmail-এ আবিষ্কৃত নতুন একটি বাগের কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই আপনি যদি রোজ অনেক অনেক নতুন ইমেল পান তাহলে সতর্কতা অবলম্বন করুন। কোনোরকম সন্দেহ হলে আগে মেল যাচাই করে নিন এবং যাচাই করতে না পারলে মেল খুলবেন না।

উল্লেখ্য, গত মাসে Google, Gmail ব্যবহারকারীদের জন্য ব্লু টিক ফিচার এনেছিল। নির্বাচিত প্রেরকদের পরিচয় নিশ্চিত করার জন্য এই চেকমার্ক চালু করেছিল সংস্থাটি। এরফলে ফিশিং ইমেল চিহ্নিত করা খুব সহজ হবে।

তবে জালিয়াতরা Gmail এর এই নিরাপত্তা ফিচার পুরোপুরি উপেক্ষা করছে এবং গুগল এর ব্লু টিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিজেদের আসল ব্র্যান্ড বলে দাবি করছে। আর সেন্ডারের নামের পাশে ব্লু টিক থাকার কারণে অনেকেই ইমেল খুলে প্রতারণার শিকার হচ্ছে।

Gmail এর এই বাগ কি ঠিক করে নেওয়া হয়েছে?

গুগল এই বাগটিকে 'পি১' হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, যা দ্রুত ঠিক করা‌ হবে। তবে সঠিক তারিখ এখনও জানানো হয়নি। তাই এই মুহূর্তে আপনি যদি ভুয়ো অ্যাকাউন্ট থেকে ইমেল পান তাহলে সতর্ক হন।

Show Full Article
Next Story