সুখবর! সরাসরি Gmail থেকে হবে ভয়েস বা ভিডিও কল, Google আনছে নতুন ফিচার

গত এক বছরেরও বেশি সময় ধরে অতিমারীর কারণে গৃহবন্দী মানুষের পড়াশোনা বা কাজকর্ম সচল রাখার সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে Google Meet (গুগল মিট)। আর ইউজারদের…

গত এক বছরেরও বেশি সময় ধরে অতিমারীর কারণে গৃহবন্দী মানুষের পড়াশোনা বা কাজকর্ম সচল রাখার সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে Google Meet (গুগল মিট)। আর ইউজারদের সুবিধার্থে তথা নিজেদের জনপ্রিয়তা আরও বহুল পরিমাণে বাড়ানোর লক্ষ্যে Google তাদের এই ভিডিও কলিং প্ল্যাটফর্মটিতে একের পর এক নতুন ফিচার এনে চলেছে। রিপোর্ট অনুযায়ী, Google এখন তার ভিডিও-কমিউনিকেশন সার্ভিস Google Meet-এ একটি নতুন ফিচার যুক্ত করতে চলেছে, যা ইউজারদের আরও সহজ ও সাবলীল কলিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। বর্তমানে Google, ব্যবহারকারীদের ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য URL জেনারেট করে। তবে শীঘ্রই, সংস্থাটি ইউজারদের কোনো মিটিং ক্রিয়েট না করে এবং তারপরে অংশগ্রহণকারীর সাথে URL শেয়ার না করেই কলে যোগদান করতে সক্ষম করবে।

Gmail এর মাধ্যমে ভয়েস বা ভিডিও কল

সংস্থার মতে, ডিরেক্ট “গুগল মিট কলিং” (Google Meet calling) এমন একটি উপায় যার মাধ্যমে গুগল মিটিংগুলিকে আরও স্বতঃস্ফূর্ত ও সহজ করার চেষ্টা করছে। গুগল প্রথমে Gmail অ্যাপের মধ্যে একে অপরকে (কন্টাক্ট লিস্টের) কল করার সহজ উপায় রোলআউট করবে। এই ফিচারের সুবাদে ইউজাররা Gmail অ্যাপের মাধ্যমেই যে কোনো ডিভাইস ব্যবহার করে একে অপরকে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন বলে জানিয়েছেন প্রোডাক্ট ম্যানেজমেন্টের সিনিয়র ডিরেক্টর সানজ আহরি (Sanaz Ahari)।

9to5Google-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা শীঘ্রই একটি “video” বাটন এবং একটি “phone” বাটন পাবেন, যাতে দ্রুত একটি ভিডিও কল স্টার্ট করা যায় এবং ভিডিও ছাড়াই অডিও-ওনলি মিট কল করা যায়। সংস্থাটি শীঘ্রই Gmail অ্যাপে ডিরেক্ট গুগল মিট কলিং রোলআউট করবে বলে আশা করা হচ্ছে এবং তারপরে অদূর ভবিষ্যতে অন্যান্য ওয়ার্কস্পেস এন্ডপয়েন্টগুলিতেও এটি উপলব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ফিচারটি ছাড়াও Google তার আসন্ন কম্প্যানিয়ন মোড সম্পর্কেও একটি আপডেট ঘোষণা করেছে। উল্লেখ্য যে, এটি একটি সেকেন্ড স্ক্রিন এক্সপেরিয়েন্স যা প্ল্যাটফর্মে যুক্ত হতে চলেছে। গুগল ঘোষণা করেছে যে, নভেম্বরের শুরুর দিকে এটি সমস্ত গ্রাহকদের কাছে রোলআউট করা হবে। এছাড়া, টেক জায়েন্টটি আরেকটি ফিচার নিয়ে আসতে চলেছে যেটি হল, গুগল মিটের জন্য লাইভ-ট্রান্সলেটেড ক্যাপশন সাপোর্ট। শুরুতে এই ফিচারের দরুন ইংরেজি থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং পর্তুগিজে ট্রান্সলেটেড ক্যাপশন পাওয়া যাবে, এবং পরবর্তীকালে অন্যান্য আরও ভাষার ক্ষেত্রেও এই ফিচারটি উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন