Android ইউজারদের জন্য নতুন বছরের উপহার, এবার অজানা ব্লুটুথ ট্র্যাকারের লোকেশন জানা যাবে মোবাইলেই

ব্লুটুথ ট্র্যাকার থেকে শুধু এলার্ট নয়, এবার ডিভাইসটির লোকেশনও জানতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। নতুন আপডেট আনল গুগল।

Suvrodeep Chakraborty 12 Dec 2024 8:10 PM IST

ব্যাগ, চাবি-সহ একাধিক বস্তু, যেগুলি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানে ব্যবহার করা হয় ব্লুটুথ ট্র্যাকার। কিন্তু, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অপব্যাবহার হওয়ার ঝুঁকি। অ্যাপল এবং গুগল বা অ্যান্ড্রয়েড, দুই ডিভাইসেই এলার্ট পাওয়ার একটি সুবিধা রয়েছে। এদিন একধাপ এগিয়ে, নতুন আপডেট আনল গুগল। যেখানে এলার্টের পাশাপাশি ব্লুটুথ ট্র্যাকারের লোকেশন জানা যাবে। যারা এই ডিভাইসটি ঘন ঘন ব্যবহার করেন বা ভবিষ্যতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য কাজে আসতে পারে এই ফিচার।

ব্লুটুথ ট্র্যাকার খোঁজার জন্য নতুন আপডেট

ফাইন্ড মাই ডিভাইস সাপোর্ট করে এমন ট্র্যাকারগুলির জন্য দুটি নতুন আপডেট এনেছে গুগল। প্রথমটিতে অস্থায়ী ভাবে লোকেশন থামানো যাবে। যখন ইউজার একটি অজানা ট্র্যাকার থেকে নোটিফিকেশন পাবে, তখন এই ফিচারটি অ্যাক্টিভেট হবে। তারপর ২৪ ঘণ্টার জন্য নিকটবর্তী ট্র্যাকারকে লোকেশন শেয়ারিং বন্ধ করবে অ্যান্ড্রয়েড।

দ্বিতীয়টি হল, ফাইন্ড নিয়ারবাই। এই ফিচারের মাধ্যমে অজানা ট্র্যাকারের লোকেশন আরও ভালো ভাবে জানা যাবে। দুই ফিচারই নানা পরিস্থিতিতে কাজে আসতে পারে আপনার।

যখন ট্র্যাকারের তরফে কোনও অ্যান্ড্রয়েড ইউজার নোটিফিকেশন পাবেন, তখন সেখানে ট্যাপ করে ম্যাপের মধ্যে তার লোকেশন দেখতে পারবেন। ইউজাররা সাউন্ডও অ্যাক্টিভেট করতে পারেন, যাতে শব্দের মাধ্যমে লোকেশনে পৌঁছনো যায়। গুগল নিশ্চিত করেছে যে, ট্র্যাকারের অবস্থান বা সাউন্ড অ্যাক্টিভেট, যাই হোক না কেন ট্র্যাকারের মালিক কিছু জানতে পারবে না।

কোম্পানি আরও জানিয়েছে যে, কোনও মোবাইল যার অ্যান্ড্রয়েড ভার্সন ৬.০ বা তার বেশি, সেগুলি ব্লুটুথ ট্র্যাকারের অবস্থান জানার জন্য এই ফিচারগুলি ব্যবহার করতে পারেন।

Show Full Article
Next Story