ওয়েবসাইটে না ঢুকেই উত্তর জানা যাবে, ভারতে চালু হল Google AI Overview পরিষেবা
Google ভারত সহ আরও ছয়টি দেশে তাদের Google AI Overview পরিষেবা লঞ্চ করতে চলেছে। এই পরিষেবায় সার্চ রেজাল্ট পেজের শীর্ষে...Google ভারত সহ আরও ছয়টি দেশে তাদের Google AI Overview পরিষেবা লঞ্চ করতে চলেছে। এই পরিষেবায় সার্চ রেজাল্ট পেজের শীর্ষে উত্তর দেখা যাবে, ফলে লিঙ্কে ক্লিক করার প্রয়োজন হবে না। উল্লেখ্য, Google IO 2024 ইভেন্টে Google AI Overview পরিষেবার বিষয়ে জানানো হয়েছিল। তবে গুগল যখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু অঞ্চলে এটি লঞ্চ করেছিল, তখন এটি সংস্থার প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি, কারণ এটি অনেক প্রশ্নের বাজে উত্তর দিয়েছিল। তবে এখন আপডেট সহ একে ভারতে আনা হল।
গুগল এআই ওভারভিউ কি
এক বছর ধরে পরিষেবাটি পরীক্ষা করার পরে, গুগল মে মাসে সমস্ত মার্কিন ব্যবহারকারীদের জন্য এআই ওভারভিউ লঞ্চ করে - যা ওয়েবের বিভিন্ন লিঙ্কের আগে সার্চ রেজাল্ট পেজের উপরে উত্তর দেখিয়ে দেয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইট না খুলেই তাদের প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন।
পরিষেবাটি চালু হওয়ার সাথে সাথেই বিতর্কে জড়িয়ে পড়ে Google
পরিষেবাটি চালু হওয়ার পরে, তথ্যগতভাবে ভুল উত্তরের বিভিন্ন স্ক্রিনশট অনলাইনে ভাইরাল হতে শুরু করে, যার পরে ফিচারটি তীব্র সমালোচিত হয়। এটি পিৎজা তৈরিতে ব্যবহৃত উপাদানের তালিকায় আঠা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে মুসলিম বলে উত্তর দেয়।
এসব দেশে চালু হচ্ছে গুগল এআই ওভারভিউ পরিষেবা
এআই ওভারভিউ পরিষেবাটি ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো এবং যুক্তরাজ্যে হিন্দি এবং পর্তুগিজের মতো স্থানীয় ভাষায় রেজাল্ট দেখাবে। এই সেবায় হাইপারলিঙ্কিং ফিচারও যুক্ত করছে গুগল।