ডেটা মুছে দিলেও সেভ রাখছে গুগল ক্রোম, সত্য সামনে আসতেই দুশ্চিন্তায় ব্যবহারকারীরা

দিনে একবার হলেও Google ব্যবহার করেননা, এমন ইন্টারনেট ইউজার খুঁজে পাওয়া মুশকিল! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি আদতে একটি বড় প্রযুক্তি সংস্থা যা অ্যান্ড্রয়েডের…

দিনে একবার হলেও Google ব্যবহার করেননা, এমন ইন্টারনেট ইউজার খুঁজে পাওয়া মুশকিল! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি আদতে একটি বড় প্রযুক্তি সংস্থা যা অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম এবং ফোনের একাংশ অ্যাপ্লিকেশন পরিচালনা করে। কিন্তু, ইউজারদের ডেটা পরিচালনার বিষয়ে গুগল কতটা সফল তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। যেমন, সম্প্রতি এক সফ্টওয়্যার ডেভেলপার দাবি করেছেন যে Google, ইউজারের সম্মতি ছাড়াও তাকে ট্র্যাক করতে থাকে।

Jeff Johnson নামের ওই ডেভেলপার জানিয়েছেন, গুগল তাদের ব্রাউজার, Chrome এর কুকিজ এবং সাইট ডেটা সংরক্ষণ করার অপশন থেকেই ইউজারকে অনবরত ট্র্যাক করতে থাকে। এমনকি ইউজার, সেটিংসে ব্রাউজার বন্ধ করার পর ক্রোমের সমস্ত কুকিজ এবং সাইট ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার অপশন সেট করে রাখলেও, ডেটা ক্লিয়ার করার সময় গুগল নিজস্ব ওয়েবসাইটগুলি থেকে ওই সমস্ত ব্রাউজিং ডেটা সেভ করে রাখে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ, ইন্টারনেট জায়ান্ট, ইউজারদের অজান্তেই তাদের ডেটা সংরক্ষণ এবং অ্যাক্সেস করার ব্যবস্থা রেখেছে।

জেফ, গত সপ্তাহে একটি ব্লগ পোস্টে এই বিষয়টি তুলে ধরেছেন এবং একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে গুগল ক্রোম, google.com এবং youtube.com সাইটে বিতর্কিতভাবে ইউজারের অজান্তেই ডেটা সেটিংসকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের ডেটা সেভ এবং অ্যাক্সেস করার সুযোগ তৈরি করছে, বিশেষত macOS-এর ক্ষেত্রে। ইউজাররা পুনরায় ওই সাইটগুলি খুললেই সেগুলিতে সেভ থাকা তথ্য থেকে ইউজারের গতিবিধি নজরে রাখা যাবে।

তবে, জেফ এটাও বলেছেন যে, এটি গুগল ক্রোমের কোনো ত্রুটি হতে পারে, এই ইস্যুটি গুগল ওয়েবসাইটগুলিতেই লক্ষ্য করা গেছে। এই বিষয়ে গুগল নিশ্চিত করেছে একটি “বাগ” থেকে এই সমস্যাটি দেখা দিয়েছে, খুব তাড়াতাড়ি সংস্থাটি এর সমাধান করবে। প্রসঙ্গত, বছর দুয়েক আগে অর্থাৎ ২০১৮ সালে ইউজারদের লোকেশন ট্র্যাকিংয়ের অভিযোগ উঠেছিল গুগলের বিরুদ্ধে।

এই সমস্যার নিষ্পত্তি না হওয়া অবধি জনসন, ইউজারদের ওই সাইট দুটি ব্যবহারে বিকল্প ব্যবস্থার সাহায্য নিতে বলেছেন। তিনি বলেছেন, ব্রাউজারের সেটিংস থেকে একটি এক্সসেপশন লিস্টে google.com এবং youtube.com যুক্ত করে নির্দ্বিধায় ব্যবহার করা যেতে পারে। এর জন্য, কম্পিউটারে ক্রোম ব্রাউজার খুলে ওপরের ডানদিকে কোণার মেনুতে ক্লিক করে, সেখান থেকে সেটিংস> প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি> কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা> সাইট অপশন বেছে নিতে হবে।