Google Bard: ChatGPT কে টেক্কা, ইউজার ধরে রাখতে নতুন পরিষেবা আনল গুগল

ChatGPT-কে টেক্কা দিতে মার্কেটে নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি লঞ্চ করলো Google। সার্চ ইঞ্জিন জায়েন্টটির এই...
techgup 8 Feb 2023 2:58 PM IST

ChatGPT-কে টেক্কা দিতে মার্কেটে নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি লঞ্চ করলো Google। সার্চ ইঞ্জিন জায়েন্টটির এই AI-পাওয়ারড চ্যাটবটের নাম Bard, যা সরাসরি OpenAI-এর ChatGPT-র সঙ্গে জোরদার প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, Google-এর সিইও সুন্দর পিচাই সম্প্রতি এক অফিসিয়াল ব্লগ পোস্টে এই চ্যাটবটটি লঞ্চের কথা ঘোষণা করেছেন। ব্লগ পোস্টে এই AI চ্যাটবটটিকে “কথোপকথনের জন্য পরীক্ষামূলক AI পরিষেবা” বলে আখ্যায়িত করেছেন পিচাই। তাঁর কথায়, কথোপকথন শুরু করলে চ্যাটবটটি ব্যবহারকারীদের সব প্রশ্নের উত্তর দেবে। প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে নির্বাচিত কিছু টেস্টারদের জন্য কোম্পানির তরফে এই পরিষেবাটিকে উপলব্ধ করা হয়েছে। তবে খুব শীঘ্রই বিশ্বব্যাপী সাধারণ মানুষের জন্য Google এই AI টুলটিকে চালু করবে বলে আশা করা যেতে পারে।

OpenAI-এর ChatGPT-কে জোর টক্কর দিতে বাজারে এল Google-এর Bard

নতুন এআই চ্যাটবটটির সম্পর্কে পিচাই জানিয়েছেন যে, “বার্ড আমাদের বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেলগুলির শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানের পরিসরকে একত্রিত করবে। ইউজারদেরকে দেওয়া উত্তরের ভিত্তিতে একটি নলেজ বেস তৈরি করবে বার্ড। সেইসাথে ওয়েবে যেসব তথ্য পাওয়া যায়, সেই সবকিছুকে একত্রিত করে ব্যবহারকারীদেরকে একটি ইউনিক পরিষেবা দেওয়ার চেষ্টা করবে এই চ্যাটবট সার্ভিসটি।" প্রসঙ্গত বলে রাখি, বার্ডের সমস্ত কার্যাবলি সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই চ্যাটবটটি ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতোই হবে।

ChatGPT-র তুলনায় লেটেস্ট তথ্য দেবে Bard

উল্লেখ্য, সম্প্রতি বার্ডের সাথে সম্পর্কিত একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে, ব্যবহারকারীরা এই এআই চ্যাটবটকে নিজেদের ইচ্ছেমতো যে-কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। যেমন - একটি ছোটো বাচ্চাকে কীভাবে স্নান করাতে হবে, কিংবা মধ্যাহ্নভোজে বাচ্চাকে ঠিক কী কী খাওয়ানো উচিত, ইত্যাদি। এছাড়া, কোনো রান্নার রেসিপিও এই চ্যাটবটটির থেকে অতি অনায়াসে জেনে নিতে পারবেন ইউজাররা। পিচাই আরও জানিয়েছেন যে, বার্ডকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বিষয়টির সম্পর্কে একদম লেটেস্ট ইনফর্মেশন পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য, চ্যাটজিপিটি সাধারণভাবে ইউজারদেরকে ২০২১ সাল পর্যন্ত ডেটা দিতে সক্ষম, কারণ সেটিকে এইভাবেই তৈরি করা হয়েছে। ফলে চ্যাটজিপিটির তুলনায় গুগলের বার্ড যে বেশ কিছুটা এগিয়ে থাকবে, সেকথা বলাই বাহুল্য।

আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে Language Model for Dialogue Applications (LaMDA) নামক নিজস্ব একটি ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করেছে Google। উল্লেখ্য, বছর দুয়েক আগেই এই ল্যাঙ্গুয়েজ মডেলটির কথা সামনে এনেছিল সার্চ ইঞ্জিন জায়েন্টটি। সম্প্রতি পিচাই জানিয়েছেন যে, এই ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করেই Bard নামক নয়া চ্যাটবট সার্ভিসটি কাজ করবে। তাঁর মতে, শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার একটি অনন্য মিশেল হয়ে উঠতে চলেছে Bard। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে বিশ্বের কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ChatGPT। সেক্ষেত্রে Google-এর Bard এবার এই টেকনোলজির ক্রমাগত উত্থানকে প্রতিহত করতে পারবে কি না, এখন সেটাই দেখার।

Show Full Article
Next Story