Google Chrome: ক্রোম ব্রাউজার নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র, এই কাজ না করলে হ্যাক হতে পারে ফোন

ক্রোম ব্রাউজার (Google Chrome) ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্র। ব্রাউজারের পুরনো ভার্সনে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে চুরি হতে পারে ফোনে থাকা একাধিক ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি।

Suvrodeep Chakraborty 17 Nov 2024 3:39 PM IST

বিশ্বের সবথেকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম (Google Chrome)। প্রতিদিন অসংখ্য মানুষ ইন্টারনেটে কোনও কিছু সার্চ করার জন্য এই ব্রাউজার ব্যবহার করেন। তবে ব্রাউজারের পুরনো ভার্সনে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। যে কারণে ভারতে ক্রোম ব্যবহারকারীদের সাবধান করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-IN।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার হানা। যে কারণে প্রতিনিয়ত সিস্টেম আপডেট করছে গুগল। ক্রোম ব্রাউজারে কোনও প্রযুক্তিগত ত্রুটি যাতে না থাকে, তার জন্য নির্দিষ্ট সময় অন্তর আপডেট ভার্সন লঞ্চ করা হয়। পুরনো ভার্সনগুলির নিরাপত্তায় যে ফাঁক থেকে যায়, তা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ফোনের অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে সাইবার অপরাধীরা। তাই নতুন ভার্সনে সেই ত্রুটিগুলি ঠিক করে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়।

এদিন কেন্দ্রীয় সংস্থা, ক্রোম ব্রাউজারের নতুন আপডেট ভার্সন ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন এই সংস্থা। তারা জানিয়েছে, ক্রোম ব্রাউজারের ১৩০.০.৬৭২৩.১১৬ এবং ১৩০.০.৬৭২৩.১১৬/.১১৭ ভার্সনের নিরাপত্তা সিস্টেমে ত্রুটি শনাক্ত করা হয়েছে। এর ফলে উইন্ডোজ, ম্যাক এবং লিনাস্ক প্ল্যাটফর্মগুলি প্রভাবিত হতে পারে।

এই ত্রুটিকে অস্ত্র করে নানা কৌশলে সাইবার আক্রমণ করতে পারে হ্যাকাররা। চুরি হতে পারে ফোন, ল্যাপটপের ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য। যে কারণে দ্রুত ব্রাউজারের নতুন ভার্সন আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই আপডেট করতে দেরি করলে ডিভাইসের নিরাপত্তা সিস্টেম প্রভাবিত হতে পারে।

ব্যবহারকারীদের ডিভাইসের ডেটা নিরাপদ রাখার জন্য প্রতিটি আপডেটে একাধিক পরিবর্তন আনে গুগল। সাইবার হানার হানার হাত থেকে বাঁচাতে রক্ষাকবচ হিসাবে কাজ করে এই আপডেটগুলি। তাই দেরি না করে অবিলম্বে ক্রোম ব্রাউজারের নতুন ভার্সন আপডেট করার কথা বলা হয়েছে।

Show Full Article
Next Story