Google Down: অচল ইন্টারনেট! গুগল কাজ না করার অভিযোগ হাজার হাজার ব্যবহারকারীর

সার্চ ইঞ্জিন Google অনেকের কাছেই কাজ করছে না বলে আজ সকালে খবর ছড়িয়ে পড়েছে। আউটেজ ওয়েবসাইট, Downdetector.com এর মত, হাজার হাজার মানুষ তাদের কাছে Google…

সার্চ ইঞ্জিন Google অনেকের কাছেই কাজ করছে না বলে আজ সকালে খবর ছড়িয়ে পড়েছে। আউটেজ ওয়েবসাইট, Downdetector.com এর মত, হাজার হাজার মানুষ তাদের কাছে Google কাজ না করার অভিযোগ জানিয়েছে। এই রিপোর্ট লেখার সময়, অভিযোগের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। যদিও Google এর তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

যদিও আমরা কলকাতা, দিল্লিতে সার্চ ইঞ্জিন ব্যবহার করার সময় কোনো অসুবিধার সম্মুখীন হয়নি। ফলে হয়তো ভারতীয়রা এই সমস্যার সম্মুখীন হননি। তবে সোশ্যাল মিডিয়ায় Google Down হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করেছে।

সার্চ করলে 500 error মেসেজ দেখাচ্ছে Google

ব্যবহারকারীরা জানিয়েছেন যে, তারা কোনো কিছু সার্চ করলেই ৫০০ এরোর মেসেজ দেখতে পাচ্ছে। তবে কেন এমন হচ্ছে, সে বিষয়ে গুগল এখনও কোনো উত্তর দেয়নি। তবে কিছু ব্যবহারকারী বলেছেন, তারা ক্যাশে ক্লিয়ার করে রিস্টার্ট করার পর সমস্যার সমাধান হয়েছে।

https://twitter.com/CryptoWhale/status/1556818344287911938

এই অঞ্চলগুলি থেকে অভিযোগ এসেছে

ব্রিটেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের ব্যবহারকারীরা গুগল ডাউনের অভিযোগ জানিয়েছেন। ভারতীয় সময় সকাল ৭টা নাগাদ এই সমস্যা দেখা দেয় বলে CryptoWhale নামে এক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন