দুশ্চিন্তা এড়াবে চ্যাটবট! জীবনের সমস্যায় গীতার জ্ঞানের পরশ দিতে হাজির GitaGPT
সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চ্যাটবট নামক প্রযুক্তিটির ব্যবহার দেখা গেলেও, এর পেছনে থাকা AI টুলটি...সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চ্যাটবট নামক প্রযুক্তিটির ব্যবহার দেখা গেলেও, এর পেছনে থাকা AI টুলটি বিগত কয়েকদিন ধরে বেশ আকস্মিকভাবেই চর্চায় রয়েছে। বলতে গেলে হালফিলে বারবার প্রযুক্তিগত খবরে উঠে আসছে OpenAI কোম্পানি নির্মিত ChatGPT-র প্রসঙ্গ। এমনকি এই ChatGPT সারা বিশ্বে এমন সাড়া ফেলেছে যে এর সাথে পাল্লা দিতে Google নিজে 'Bard' নাম দিয়ে এরকম একটি প্ল্যাটফর্ম চালু করেছে। অন্যদিকে Microsoft, তার Bing সার্চ ইঞ্জিনে ChatGPT প্রযুক্তি সংযুক্ত করেছে। সেক্ষেত্রে এই ধরণের প্রযুক্তির পেছনে যে শুধু বড় কোম্পানিই কাজ করছে তা নয়, বরঞ্চ এখন অনেক স্টার্টআপ বা ডেভেলপার কোম্পানিও AI চ্যাটবট তৈরি করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। ফলত আপনি যদি এই মুহূর্তে ইন্টারনেট মাধ্যমে অন্যান্য রিয়েলটাইম প্রশ্নোত্তরের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান পেতে চান, তাহলে তার জন্যও এসে গেছে ChatGPT-র মত প্ল্যাটফর্ম – যার নাম GitaGPT।
ভগবদ্ গীতার সমস্ত জ্ঞান মিলবে AI টুল থেকে
হিন্দুদের কাছে শ্রীমদ্ভগবদগীতা শুধু ধর্মগ্রন্থ নয়, একটি আবেগও বটে। গীতার বিষয়বস্তু জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টানোর পাশাপাশি গভীর উপলব্ধি ও জ্ঞান প্রদান করে বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে চ্যাটবটকে যা প্রশ্ন করা হোক না কেন, তা তৎক্ষণাৎ সম্পূর্ণ উত্তর প্রদান করে। সেক্ষেত্রে এই প্রযুক্তি নির্ভর জীবনে গীতার জ্ঞান ছড়িয়ে দিতে, গুগলের বেঙ্গালুরু ভিত্তিক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সুকুরু সাই বিনীত বিশেষভাবে 'গীতাজিপিটি' মডেল তৈরি করেছেন। জিপিটি-৩ ভাষার কাঠামোর ওপর ভিত্তি করে নির্মিত এই মডেল বা এআই টুলটি ভগবদ্ গীতা সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর দেবে। এতে ইউজাররা তাদের জীবনের বা প্রতিদিনের বিভিন্ন বিষয়ের সাথে গীতার পরামর্শগুলিকে মেলাতে পারবেন। মানে আপনি যদি গীতাজিপিটি ব্যবহার করেন, তাহলে আপনার জীবনের কোনো সমস্যায় পরম বন্ধুর মত উত্তর বা পরামর্শ দেবে এই চ্যাটবটটি।
কীভাবে কাজ করবে GitaGPT?
গীতাজিপিটিকে 'বিপ্লবী' চ্যাটবট হিসেবে দাবি করে এর স্রষ্টা বিনীত, এটি কীভাবে কাজ করে তার উদাহরণ নেটমাধ্যমে শেয়ার করেছেন। এক্ষেত্রে তাঁর শেয়ার করা টুইটে দেখা গিয়েছে যে, গীতাজিপিটিকে 'জীবনের অর্থ কী?' প্রশ্ন করলে বট উত্তর দিচ্ছে – 'ভগবদ্গীতা অনুযায়ী জীবনের অর্থ হল বার্ধক্য এবং মৃত্যু থেকে মুক্তির জন্য সংগ্রাম করা, ঈশ্বরের শরণাপন্ন হওয়া এবং ব্রহ্মকে উপলব্ধি করা – আত্মার জ্ঞান এবং সমস্ত কর্ম… এর শেষ লক্ষ্য হল দীপ্তিময় পরমপুরুষের কাছে পৌঁছানো।' শুধু তাই নয়, এই উত্তরের সাথে চ্যাটবটটি ভগবদ্গীতার প্রাসঙ্গিক শ্লোকগুলিও প্রদর্শন করেছে। সেক্ষেত্রে আপনি চাইলে জীবনের চড়াই-উতরাইয়ে এই চ্যাটবটটি ব্যবহার করতেই পারেন, কিন্তু মনে রাখবেন যে এটিতে অন্যান্য কোনো প্রশ্নের উত্তর পাবেননা।
ChatGPT-কে পাল্লা দিতে গিয়ে ক্ষতির মুখে Google
প্রসঙ্গত উল্লেখ্য, চ্যাটজিপিটির সাথে পাল্লা দিতে বার্ড চালু করলেও সামান্য ভুলের কারণে গুগলের মূল কোম্পানি ১০০ বিলিয়ন ডলার (প্রায় ৮,২৫০ বিলিয়ন টাকা) ক্ষতির সম্মুখীন হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে গুগল বার্ড কতটা কার্যকরী হয়ে উঠবে, তা বলবে সময়ই। এদিকে চীনের জনপ্রিয় কোম্পানি আলিবাবা (Alibaba)-ও চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি এআই টুল চালু করব বলে ঘোষণা করেছে।