Pixel 8A থেকে Android 15, কি কি লঞ্চ হবে Google I/O ডেভেলপার ইভেন্টে

Google আগামী ১৪ই মে ‘Google I/O’ ডেভেলপার ইভেন্টের আয়োজন করতে চলেছে। টেক জায়ান্টটি প্রতি বছর তাদের এই বার্ষিক কনফারেন্স চলাকালীন একাধিক নতুন প্রোডাক্ট এবং প্রযুক্তির…

Google আগামী ১৪ই মে ‘Google I/O’ ডেভেলপার ইভেন্টের আয়োজন করতে চলেছে। টেক জায়ান্টটি প্রতি বছর তাদের এই বার্ষিক কনফারেন্স চলাকালীন একাধিক নতুন প্রোডাক্ট এবং প্রযুক্তির উপর থেকে পর্দা সরিয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম হবে না। চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা এই ইভেন্ট, মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্ফিথিয়েটার থেকে লাইভ সম্প্রচার করা হবে। যেখানে – নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI আপডেট থেকে শুরু করে Android 15 অপারেটিং সিস্টেম, Wear OS 5, Google TV, Android TV ইউজার ইন্টারফেস এবং সম্ভবত সাশ্রয়ী মূল্যের Pixel 8A স্মার্টফোন লঞ্চ হবে। এছাড়া জানা গেছে, Google নিজেদের অন্যান্য কয়েকটি অ্যাপ্লিকেশনের জন্যও আপডেট ঘোষণা করতে চলেছে এই ইভেন্টে। নীচে বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করা হল…

Google I/O ডেভলপার ইভেন্টে

এইসকল প্রোডাক্ট ও প্রযুক্তির ঘোষণা করা হবে :

Pixel 8A

গুগলের আসন্ন ডেভলপার ইভেন্টে সম্ভবত নব্য প্রজন্মের পিক্সেল ৮এ স্মার্টফোনের ঘোষণা করা হবে। এটি একটি সাশ্রয়ী মূল্যের পিক্সেল হ্যান্ডসেট হবে। তবে এ-সিরিজের অন্তর্গত ফ্ল্যাগশিপ মডেলের অনুরূপ বেশ কয়েকটি অ্যাডভান্স ফিচার আসন্ন এই মডেলে উপলব্ধ থাকবে বলে জানা গেছে। এছাড়া ফিচারের নিরিখে ডিভাইসটি – সংস্থার নিজস্ব টেনসর জি৩ প্রসেসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেলের সাথে আসতে পারে। এতে হয়তো ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে। এগুলি – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হতে পারে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সম্ভবত ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। এই ফোন – বেস্ট টেক, ম্যাজিক এডিটরের মতো AI টুল সহ লঞ্চ হবে। আশা করা হচ্ছে হ্যান্ডসেটটি লঞ্চ-পরবর্তী সময়ে – ব্লু, পোর্সেলাইন (বেইজ) এবং অবসিডিয়ান (ব্ল্যাক) কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর দামের কথা বললে, পিক্সেল ৮এ ফোনের দাম পূর্বসূরির থেকে কিছুটা বেশি অর্থাৎ ৫৫০ ডলার (প্রায় ৪৫,৯০০ টাকা) রাখা হতে পারে।

Android 15

প্রতি বছর গুগল I/O ইভেন্টের লাইমলাইটে থাকে লেটেস্ট সফ্টওয়্যার। ২০২৪ সালের বার্ষিকী ডেভলপার কনফারেন্সেও লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ঘোষণা করা হবে, যা আরো উন্নত প্রোডাক্টিভিটি, প্রাইভেসি এবং সিকিউরিটি অফার করবে। আবার ফোনের স্টোরেজ নিয়ন্ত্রণ এবং স্যাটেলাইট সংযোগের সাপোর্ট বর্ধিত করার উদ্দেশ্যে – অ্যাপ আর্কাইভিং এবং আনআর্কাইভিং বিকল্প নিয়ে আসা হবে। এছাড়া নতুন এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারও প্রবর্তন করা হতে পারে। জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড ১৫ -এর বিটা সংস্করণ বর্তমানে ডেভলপার এবং বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ।

AI আপডেট

গুগল তাদের নয়া চ্যাটবট মডেল জেমিনি (Gamini) সহ অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের জন্য আপডেট ঘোষণা করতে পারে। সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট অনুসারে, টেক জায়ান্টটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিদ্যমান গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে প্রাথমিক ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট হিসাবে জেমিনি -কে প্রবর্তন করার পরিকল্পনায় আছে। যদিও ব্যবহারকারীরা কোন ভয়েস অ্যাসিস্টেন্ট রাখবেন তা বেছে নেওয়া বিকল্প থাকবে। যাইহোক আসন্ন আপডেট – সার্কেল টু সার্চের মতো নতুন এআই টুলও চালু করা হবে।

Wear OS 5

Google I/O ইভেন্ট চলাকালীন ওয়্যার ওএস ৫ ঘোষণা করা হবে। এই আপডেট বড় ডায়াল যুক্ত স্মার্টওয়াচের ক্ষেত্রে নতুন ওয়াচ ফেস ফর্ম্যাট এবং ডিজাইন প্রবর্তন করবে বলে জানা গেছে। এছাড়া নয়া আপডেটটি স্মার্টওয়াচ ব্যবহারকারীদের আরো উন্নত ইউজার এক্সপিরিয়েন্স প্রদানে সক্ষম হবে বলেও দাবি করা হয়েছে।

Android TV, Google TV OS

অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি প্ল্যাটফর্মগুলিও এই বছর উল্লেখযোগ্য আপগ্রেড পেতে চলেছে। নয়া আপডেটের অধীনে একাধিক নতুন ফিচার ও পারফরম্যান্স সংক্রান্ত আপগ্রেডেশন অন্তর্ভুক্ত করা হতে পারে। মূলত ব্যবহারকারীদের আরো এনহ্যান্সড স্ট্রিমিং অভিজ্ঞতা এবং নেভিগেশন / ব্যবহারযোগ্যতা অফারের জন্য আপডেটটি নিয়ে আসা হবে।

অন্যান্য আপগ্রেড

ছাড়াও Google I/O 2024 ইভেন্টে সুন্দার পিচাই পরিচালিত টেক জায়ান্টটি অন্যান্য গুগল প্রোডাক্ট এবং পরিষেবার জন্যও আপডেট রিলিজ করতে চলেছে। এই তালিকায় সামিল রয়েছে – Google Pay, Google Wallet, Google Chrome, Google Maps, Flutter এবং Angular।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন