এবার 108টি দেশে উপলব্ধ হল Google Bard, ইংরেজী ছাড়াও অন্য ভাষায় ব্যবহার করা যাবে

ChatGPT-র সাথে পাল্লা দিতে কিছু সপ্তাহ আগেই নিজস্ব চ্যাটবট Bard লঞ্চ করেছে Google, আর তারপর থেকে এখনও অবধি টেক জায়ান্ট...
Anwesha Nandi 11 May 2023 1:55 PM IST

ChatGPT-র সাথে পাল্লা দিতে কিছু সপ্তাহ আগেই নিজস্ব চ্যাটবট Bard লঞ্চ করেছে Google, আর তারপর থেকে এখনও অবধি টেক জায়ান্ট সংস্থাটি এই প্ল্যাটফর্মটিকে নানাভাবে বিকশিত তথা উন্নত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে সম্প্রতি শুরু হওয়া Google I/O 2023 ইভেন্টে, সংস্থার সিইও সুন্দর পিচাইও Bard-এর ক্রমবিকাশ সম্পর্কে আপডেট দিয়েছেন। পিচাইয়ের মতে, তাদের এই AI টুলটিকে ক্রমাগত উন্নত করা হচ্ছে এবং এটি এখন ২০টিরও বেশি প্রোগ্রামিং বা কোডিংয়ের ভাষা সমর্থন করছে; এছাড়া এই ইভেন্টে তিনি Bard-এর বেশ কিছু আপগ্রেডের ঘোষণাও করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য Bard-এর মাধ্যমে যেকোনো প্রোগ্রামিং ভাষায় টুল বা সফ্টওয়্যার তৈরি করা যায়।

খুব শীঘ্রই ১৮০টি দেশে উপলব্ধ হবে Google Bard

গুগল বার্ড এবার ১৮০টি দেশে ব্যবহারের জন্য উপলব্ধ হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। অর্থাৎ এবার আরও বেশি সংখ্যক মানুষ এটি অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে ইংরেজি ছাড়াও, বার্ড, জাপানি এবং কোরিয়ান ভাষাতেও চালু হবে; অদূর ভবিষ্যতে ৪০টি ভাষায় ব্যবহার করা যাবে।

https://twitter.com/Google/status/1656350345398714392

বলা হচ্ছে এটি সম্ভবত গুগল বার্ডের সবচেয়ে বড় আপগ্রেড। কারণ চ্যাটবটটি কেবল টেক্সট ফিচারের সাথে চালু হয়েছিল, এতে দেখা গিয়েছিল কিছু অসঙ্গতিও। তবে এখন গুগল এটিতে আরও ভাল প্রতিক্রিয়া লাভের ব্যবস্থা করেছে – ইউজাররা তাদের প্রশ্নের উত্তরে গুগল ইমেজ সার্চ থেকে সরাসরি ছবি দেখতে সক্ষম হবেন।

যেমন যদি কোনো গুগল বার্ড ইউজার বর্তমানে কলকাতা ভ্রমণ করেন এবং তারা এই এআই টুলকে জিজ্ঞাসা করেন 'কলকাতায় কোথায় ভ্রমণ করা উচিত?', তাহলে বার্ড টেক্সটের রেসপন্স হিসাবে নির্দিষ্ট জায়গার ছবি অন্তর্ভুক্ত করবে। এক্ষেত্রে ইউজারদের গুগল লেন্স ব্যবহার করে ছবিসহ উত্তর প্রম্পট করবে বার্ড।

Show Full Article
Next Story