Google Multi Search Tool: সার্চ রেজাল্ট হবে আরো নিখুঁত! ইউজারদের জন্য নয়া ফিচার আনল Google

Multi Search: এবার ইউজারদের সুবিধার্থে নিজের প্ল্যাটফর্মে নতুন মাল্টি-সার্চ টুল (Multi Search Tool) চালু করল Google...
Anwesha Nandi 11 April 2022 1:53 PM IST

Multi Search: এবার ইউজারদের সুবিধার্থে নিজের প্ল্যাটফর্মে নতুন মাল্টি-সার্চ টুল (Multi Search Tool) চালু করল Google (গুগল)। সুবিধা বলতে এই টুল, ছবি এবং টেক্সটের মাধ্যমে ঠিকঠাক সার্চ রেজাল্ট দিতে কাজ করবে। সোজা ভাষায় বললে, এখন ইউজাররা Google-এ কিছু সার্চ করার সময় (বিশেষত ফটোর মাধ্যমে) আগের চেয়ে আরো ভালো ফলাফল খুঁজে পাবেন। এক্ষেত্রে মাল্টি-সার্চ টুলটি আপাতত Google Search-এর মার্কিন যুক্তরাষ্ট্রের বিটা ইউজাররাই উপভোগ করতে পারবেন।

প্রাথমিকভাবে ফিচারটি কেবল ইংরেজি ভাষাতে উপলব্ধ হবে। তবে শীঘ্রই এটি আরও বেশি সংখ্যক ভাষায় চালু হবে বলে জানা গিয়েছে, যার ফলে ইউজাররা সহজে অনেক ধরণের শৈলীর বিবরণ পেতে সক্ষম হবেন।

নয়া এই ফিচার সম্পর্কে গুগল জানিয়েছে যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর মাধ্যমে বিকশিত মাল্টি-সার্চ টুলের সাহায্যে প্ল্যাটফর্মের ইউজাররা তাদের সামনে থাকা যেকোনো বস্তুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এতে সাধারণ টেক্সট সার্চ, গুগল ইমেজ সার্চ (লেন্স অপশন) ইত্যাদির সমস্যা বা সীমাবদ্ধতা মিটবে এবং দ্রুত-সঠিক ফলাফল পাওয়া যাবে। আসুন এখন ফিচারটি ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে জেনে নিই…

কীভাবে ব্যবহার করবেন Google-এর মাল্টি-সার্চ টুল?

১. গুগল মাল্টিসার্চ টুল ব্যবহার করতে, আগ্রহী ইউজাররা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে গুগল অ্যাপ খুলুন।

২. এরপর লেন্স ক্যামেরা আইকনে ক্লিক করুন।

৩. যেকোনো স্ক্রিনশট বা ছবি নিয়ে ইমেজ সার্চ করুন।

৪. সার্চের জন্য ওপরের ডানদিকে সোয়াইপ করুন এবং এখানে টেক্সট যোগ করতে '+' বাটনে ক্লিক করুন।

Show Full Article
Next Story