নয়া ফিচার: ভারতের কোন রাস্তায় কত টাকা টোল ট্যাক্স দিতে হবে, তা আগেভাগেই জানাবে Google Maps

Google Maps (গুগল ম্যাপস)-এর সহায়তায় অচেনা-অজানা রাস্তায় হাঁটা চলা করা বা গাড়ি নিয়ে যাতায়াত করা ইউজারদের কাছে এখন জলবৎ তরলং হয়ে গেছে। রাস্তার যানজট থেকে…

Google Maps (গুগল ম্যাপস)-এর সহায়তায় অচেনা-অজানা রাস্তায় হাঁটা চলা করা বা গাড়ি নিয়ে যাতায়াত করা ইউজারদের কাছে এখন জলবৎ তরলং হয়ে গেছে। রাস্তার যানজট থেকে শুরু করে বাস বা ট্রেন জাতীয় পরিবহন মাধ্যমের স্ট্যাটাস – সবকিছু সম্পর্কে ব্যবহারকারীদেরকে আগে থেকেই যাবতীয় তথ্য প্রদান করে Google-এর এই অত্যন্ত কার্যকর মানচিত্র পরিষেবা। আর গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই Google Maps-এ নিত্যনতুন ফিচার যুক্ত হয়। সেক্ষেত্রে এবার সেই তালিকায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার সংযোজিত হল। আসলে এখন থেকে দেশের কোন রাস্তায় কত টাকা টোল ট্যাক্স দিতে হবে, তা-ও ইউজারদেরকে আগেভাগেই জানিয়ে দেবে Google Maps।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গুগল ম্যাপস অ্যাপটি এখন ইউজারদেরকে যাত্রা শুরুর আগেই কোন রাস্তায় কটি টোল গেট রয়েছে এবং টোল ট্যাক্স হিসেবে তাদেরকে কত টাকা খরচা করতে হবে সে সম্পর্কে ধারণা দেবে। ফলে ব্যবহারকারীরা চাইলে যে সমস্ত রাস্তায় টোল গেট রয়েছে, সেগুলিকে এড়িয়ে চলতে সক্ষম হবেন। তাই একথা নিঃসন্দেহে বলা যায় যে, এই ফিচারটি ইউজারদের পকেট বাঁচানোর পাশাপাশি তাদের ভ্রমণের আনন্দকেও বহুগুণে বাড়িয়ে তুলবে। কারণ প্রায়শই কোনো অজানা রাস্তায় ভ্রমণে বের হলে রাস্তার মাঝে হঠাৎই আবির্ভূত হওয়া টোল গেট বেড়ানোর আনন্দকে কিছুটা হলেও ফিকে করে দেয়। এবং সেইসাথে সমগ্র যাত্রাপথে মোট কটি টোল গেট পড়বে এবং তার জন্য পকেট থেকে কত টাকা খসবে, সে সম্পর্কেও আগে থেকে কিছু জানা সম্ভব হয়ে ওঠে না। তবে গুগলের এই নতুন ফিচারটির সহায়তায় এবার থেকে ইউজারদের আর এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।

গুগলের তরফে জানানো হয়েছে যে, স্থানীয় টোলিং কর্তৃপক্ষের সহায়তায় টোল-সম্পর্কিত যাবতীয় তথ্য এই অ্যাপে প্রদর্শিত হবে। গুগল ম্যাপসের ডাইরেকশনের উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটের উপর ট্যাপ করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী রুট অপশন সিলেক্ট করতে বা এড়িয়ে যেতে পারবেন। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও জাপানের ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু কথা ঘোষণা করেছিল গুগল। তবে এবার ভারতীয় ইউজাররাও এই ফিচারটির সুবিধা উপভোগ করতে পারবেন। আর খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও এই ফিচারটিকে নিয়ে আসা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

এর পাশাপাশি এখন সিরি (Siri)-র সাহায্য নিয়ে ‘শর্টকাট’ (Shortcuts) অ্যাপের মাধ্যমে গুগল ম্যাপস থেকে ইনফরমেশন পেতে সক্ষম হবেন গ্রাহকরা। এক্ষেত্রে ইউজাররা যদি সিরিকে উদ্দেশ্য করে বলেন, “হে সিরি, সার্চ ইন গুগল ম্যাপস” (Hey Siri, search in Google Maps) কিংবা “হে সিরি, গেট ডাইরেকশনস” (Hey Siri, get directions), তাহলেই তারা গুগল ম্যাপস থেকে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই এই ফিচারটি সকল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে বলে খবর পাওয়া গিয়েছে। তবে, সমস্ত নতুন ফিচারগুলির অ্যাক্সেস পাওয়ার জন্য ইউজারদের গুগল ম্যাপস অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।