আপনার এলাকায় বাতাস দূষিত নাকি ভালো? এবার এক ক্লিকেই জানিয়ে দেবে Google Maps

ভারত-সহ ১০০টির বেশি দেশে গুগল ব্যবহারকারীরা এখন অ্যাপের মাধ্যমেই রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স যাচাই করতে পারবেন। ফিচারটি কীভাবে কাজ করে জেনে নিন।

Suvrodeep Chakraborty 14 Nov 2024 1:36 PM IST

ভারতে নতুন ফিচার আনল গুগল ম্যাপস (Google Maps)। এবার অ্যাপের মাধ্যমে আপনার এলাকায় রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স যাচাই করা যাবে। এই ফিচারটি ভারত ছাড়াও ১০০টির বেশি দেশে উপলব্ধ। সাধারণত শীতের সঙ্গে বাড়তে থাকে দূষণের মাত্রা। নির্দিষ্ট কোনও এলাকায় বায়ুদূষণ কেমন এবার সেই ডেটা এক ক্লিকেই জানাবে গুগল।

২০০ কোটির বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে গুগল ম্যাপসের। বাড়ির বাইরে বাতাসের গুণমান কেমন তা এবার সহজেই পরীক্ষা করা যাবে। গুগল ম্যাপস ওপেন করে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স অপশনে ক্লিক করলেই বেরিয়ে আসবে বিস্তারিত ডেটা। সবথেকে ভালো বিষয় হল, এটি সময়ের সঙ্গে পরিবর্তন হতে থাকে। তাই নির্ভুল তথ্য পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা।

গুগল ম্যাপস রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স AQI ফিচার কীভাবে কাজ করে জানুন

সবুজ থেকে গাঢ় লাল পর্যন্ত একটি রংয়ের কোড সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে। সবুজ রঙ মানে স্বাস্থ্যকর এবং গাঢ় লাল মানে অত্যন্ত দূষিত। বাতাসের গুণমান কেমন তা এই রংয়ের মাধ্যমে মূল্যায়ন করতে পারবেন ব্যবহারকারীরা। গুগল ম্যাপসের মোবাইল ও ওয়েব ভার্সন দুটোতেই কাজ করবে এই ফিচার।

এই নতুন AQI ট্র্যাকারে দূষণের মাত্রা নির্দেশ করতে একটি সংখ্যাসূচক স্কেল ব্যবহার করা হয়েছে। AQI রেঞ্জ ০ থেকে ৫০০। সংখ্যা যত বেশি ততই দূষিত বায়ু। এই সংখ্যাসূচক স্কেলটি দেখে নিন।

০-৫০ : ভালো

৫১- ১০০: সন্তুষ্টিজনক

১০১-২০০: মোটামুটি

২০১-৩০০: খারাপ

৩০১-৪০০ : খুবই খারাপ

৪০১-৫০০ : গুরুতর

যেভাবে ফিচারটি ব্যবহার করবেন -

প্রথমে গুগল ম্যাপস অ্যাপটি আপডেট করে নিন।

তারপর ওপেন করে লোকেশন টাইপ করুন।

এবার লেয়ার্স আইকনে ট্যাপ করুন, যা ঠিক সার্চ বারের নীচেই থাকবে।

এখানে এয়ার কোয়ালিটি বেছে নিয়ে এয়ার কোয়ালিটি অপশনে ক্লিক করুন।

সবথেকে ভালো বিষয় হল, ম্যাপসের যেকোনও লোকেশন ক্লিক করে বাতাসের গুণমান জানতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, বিশ্বের যেকোনও জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স পরীক্ষা করা যাবে গুগল ম্যাপসে।

Show Full Article
Next Story