চলে গেল তরতাজা তিনটে প্রাণ, Google Maps ব্যবহারের সময় এই সতর্কতা অবলম্বন না করলে বিপদ ঘটতে পারে
অন্ধের মতো বিশ্বাস করলে ফল হতে পারে ভয়ঙ্কর। যার প্রমাণ সম্প্রতি পাওয়া গিয়েছে উত্তর প্রদেশের ঘটনায়। যেখানে গুগল ম্যাপ অনুসরণ করে অসমাপ্ত ব্রিজে দুর্ঘটনার শিকার হোন তিন জন।
Google Maps Tips: বাইক ও চার চাকা দুই গাড়িতেই পথ নির্দেশের জন্য গুগল ম্যাপের ভরসা করেন চালকেরা। সেই ভরসা করতে গিয়ে কখনও মাঝ নদী আবার কখনও খাদের কিনারায় গিয়ে গাড়ি দাঁড় করান তারা। তাই অন্ধের মতো গুগল ম্যাপকে বিশ্বাস করা উচিত নয়। যার ফল সম্প্রতি উত্তর প্রদেশের ঘটনায় পাওয়া গিয়েছে। মিডিয়া রিপোর্ট বলছে, তিন জন ব্যক্তি মারা গিয়েছে এই ঘটনায়। ম্যাপ অনুসরণ করে অসমাপ্ত ব্রিজে দুর্ঘটনার শিকান হোন তারা। এই মর্মান্তিক ঘটনায় গাড়িতে থাকা তিন জনেই প্রাণ হারিয়েছেন।
গুগল ম্যাপস অনুসরণ করায় কোনও অসুবিধা না থাকলেও তা অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। তাই স্টিয়ারিং বা বাইকের হ্যান্ডেল ঘোরাবার আগে এই টিপসগুলিতে একবার চোখ বুলিয়ে নিন।
গুগল ম্যাপস সম্পর্কে টিপস
১. প্রথমে নিশ্চিত করুন যে আপনি নেভিগেট শুরু করার আগে স্মার্টফোনে গুগল ম্যাপস আপডেট করেছেন কিনা। ম্যাপের পুরনো ভার্সন ভুল তথ্য দেখাতে পারে। তাই এটি নিয়মিত আপডেট করা উচিত। গুগল প্রায়শই নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে। তাই এই পরিবর্তনগুলি সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. আপনি যদি লক্ষ্য করেন যে, অ্যাপটি এমন একটি রুট শো করছে যা অপরিচিত বা বিশেষভাবে সংকীর্ণ, তাহলে স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে দ্বিধা বোধ করবেন না। কোনও কোনও সময় গুগল ম্যাপ রাস্তার বর্তমান অবস্থা শো নাও করতে পারে।
৩. অপরিচিত জায়গায় ভ্রমণের পরিকল্পনা করার সময়, দিকনির্দেশ অনুসন্ধান করার আগে অ্যাপে রাস্তার বিকল্প যাচাই করে নেওয়া উচিত। রাস্তার ছবি ম্যাপে জুম করে কোথায় সরু হতে পারে বা কোথাও বন্ধ থাকলে তা জানতে পারবেন।
৪. স্ট্রিট ভিউ ফিচার অ্যাক্সেস করতে, ম্যাপে কম্পাসের উপরে আইকনে আলতো চাপুন, রাস্তার ছবি নির্বাচন করুন এবং তারপরে আপনার গন্তব্য সার্চ করুন। জুম ইন করার জন্য সময় নিন এবং গুগল ম্যাপস যে দিকনির্দেশগুলি দেখাচ্ছে তা যাচাই করুন৷
৫. উপরের পদ্ধতি মেনে আপনি সামনের রুট সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন এবং নিরাপদে নেভিগেট করতে পারবেন। মনে রাখবেন, যে রাস্তা বন্ধ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সবসময় গুগল ম্যাপে আপ টু ডেট নাও থাকতে পারে। তবে স্ট্রিট ভিউ ফিচার থেকে অনেকটাই সঠিক তথ্য পাওয়া যায়।
অন্ধের মতো বিশ্বাস করলে ফল হতে পারে ভয়ঙ্কর। যার প্রমাণ সম্প্রতি পাওয়া গিয়েছে উত্তর প্রদেশের ঘটনায়। যেখানে গুগল ম্যাপ অনুসরণ করে অসমাপ্ত ব্রিজে দুর্ঘটনার শিকার হোন তিন জন।