রাস্তার টোল ট্যাক্স এবং টোল গেট সম্পর্কে জানতে সাহায্য করবে Google Maps, আসছে নতুন features

সহজে রাস্তা চেনার জন্য ভারত সহ গোটা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত অ্যাপ হল Google Maps (গুগল ম্যাপস)। জনপ্রিয় এই নেভিগেশন...
techgup 6 April 2022 7:28 PM IST

সহজে রাস্তা চেনার জন্য ভারত সহ গোটা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত অ্যাপ হল Google Maps (গুগল ম্যাপস)। জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপ্লিকেশনটির সাহায্যে কোনো নির্দিষ্ট জায়গা বা রাস্তা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া তো যায়ই, সেইসাথে বাস বা ট্রেন জাতীয় পরিবহন মাধ্যমের স্ট্যাটাসও ট্র্যাক করা যায়। এমনকি অপরিচিত কোনো জায়গায় এই অ্যাপটি আমাদের সবথেকে বড়ো সহায় বললেও খুব একটা ভুল বলা হয় না। efilr ইউজারদের সুবিধার্থে প্রায়শই নিজেদের ভার্চুয়াল মানচিত্র পরিষেবায় নতুন ফিচার নিয়ে আসে টেক জায়েন্ট Google। সেই রীতি বজায় রেখে এবার Google Maps-এ আসতে চলেছে একটি দুর্দান্ত ফিচার, যা ইউজারদের আরও ভালোভাবে ভ্রমণ পরিকল্পনা করতে সহায়তা করার পাশাপাশি তাদের ভ্রমণের আনন্দকেও বহুগুণে বাড়িয়ে তুলবে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গুগল ম্যাপস অ্যাপটি এখন আপনাকে জানাবে কোন রাস্তায় কটি টোল গেট রয়েছে এবং টোল ট্যাক্স হিসেবে আপনাকে কত টাকা দিতে হবে। ফলে যে রাস্তায় টোল গেট রয়েছে, সেটি আপনি বেছে নিতে চান কি না সে সম্পর্কে আগে থেকেই প্ল্যান করে রাখতে পারবেন। কারণ প্রায়শই কোনো অজানা রাস্তায় ভ্রমণে বের হলে রাস্তার মাঝে হঠাৎই দেখা টোল গেট বেড়ানোর আনন্দকে কিছুটা হলেও ফিকে করে দেয়। টোল ট্যাক্স দিতে পকেট থেকে কিছুটা বেশি টাকা তো খসেই, এছাড়া কোন রাস্তায় কতগুলি টোল গেট রয়েছে এবং তার জন্য কত টাকা খরচ হতে চলেছে, সে সম্পর্কেও আগে থেকে কিছু জানা সম্ভব হয় না। কিন্তু গুগল ম্যাপসের এই নতুন ফিচারের সাহায্যে আগে থেকেই এগুলি জেনে নেওয়া যাবে। ফলে আপনি চাইলে সেই রাস্তাগুলি এড়িয়ে অন্য রাস্তায় ভ্রমণের আনন্দ খুঁজে নিতে পারবেন। এই ফিচারটি পকেট বাঁচাবার সাথে সাথে ব্যবহারকারীদের সময় বাঁচাতেও সহায়ক হবে।

স্থানীয় টোলিং কর্তৃপক্ষের সহায়তায় টোল-সম্পর্কিত তথ্য এই অ্যাপে প্রদর্শিত হবে। গুগল ম্যাপসের ডাইরেকশনের উপরের ডান দিকের কোণে তিনটি ডটের উপর ট্যাপ করে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী রুট অপশন সিলেক্ট করতে বা এড়িয়ে যেতে পারবেন। গুগল জানিয়েছে যে, তারা এই মাসে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)-এর জন্য এই ফিচারটি রোলআউট করবে যেখানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, এবং ইন্দোনেশিয়ার প্রায় ২,০০০টি টোল রোডের যাবতীয় ইনফরমেশন পাওয়া যাবে। খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও এই ফিচারটিকে নিয়ে আসা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়াও, গুগল আইওএস ব্যবহারকারীদের জন্য একটি পিনড ট্রিপ উইজেট, অ্যাপল ওয়াচ (Apple Watch) থেকে ডাইরেক্ট নেভিগেশন, এবং সিরি ও শর্টকাট অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপস ইন্টিগ্রেশন চালু করেছে। নতুন পিনড ট্রিপ উইজেটের সাহায্যে ব্যবহারকারীরা আইওএস হোম স্ক্রিন থেকে সরাসরি তাদের গো ট্যাব (Go Tab)-এ পিন করা ট্রিপগুলি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। উপরন্তু, অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা শীঘ্রই তাদের ওয়াচ থেকে সরাসরি গুগল ম্যাপসের ডাইরেকশন পেতে সক্ষম হবেন। ইউজারদের অ্যাপল ওয়াচ অ্যাপে গুগল ম্যাপস শর্টকাটটি ট্যাপ করে আইফোন থেকে নেভিগেশন শুরু করার আর প্রয়োজন হবে না, কারণ আর কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপল ওয়াচে স্বয়ংক্রিয়ভাবে নেভিগেশন চালু করবে গুগল।

এসবের পাশাপাশি এখন সিরির সাহায্য নিয়ে শর্টকাট অ্যাপের মাধ্যমে গুগল ম্যাপস থেকে ইনফরমেশন পাওয়া যাবে। ইউজাররা যদি সিরিকে উদ্দেশ্য করে বলেন, "হে সিরি, সার্চ ইন গুগল ম্যাপস" – তাহলেই তারা গুগল ম্যাপস থেকে প্রয়োজনীয় তথ্য পেতে সক্ষম হবেন। তবে উল্লেখ্য যে, নতুন উইজেট এবং অন্যান্য ফিচারগুলির অ্যাক্সেস পাওয়ার জন্য ইউজারদের গুগল ম্যাপস লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।

Show Full Article
Next Story