Google Meet ব্যবহার করেন? নতুন ‘লিমিটেড ডেটা ইউসেজ’ অপশনের কী সুবিধা জেনে নিন

প্যানডেমিক পরিস্থিতিতে গত বছর থেকেই ঘরবন্দি অফিস কর্মী বা ছাত্র-ছাত্রীদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপ; এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল google Meet। নিত্য…

প্যানডেমিক পরিস্থিতিতে গত বছর থেকেই ঘরবন্দি অফিস কর্মী বা ছাত্র-ছাত্রীদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপ; এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল google Meet। নিত্য নতুন ফিচার ও সহজ ইউআই ডিজাইন গুগল মিট কে অন্যান্য অ্যাপের থেকে পৃথক করেছে। সম্প্রতি গুগলের এই বহুল ব্যবহৃত ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে ‘limit data usage’ নামক একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। এটিকে বর্তমানে গুগল মিটের ২০২১.০৪.১৮ তম আপডেটে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ইউজারদের জন্য উপলব্ধ করা হয়েছে। আসুন এই নতুন ফিচারের কী সুবিধা জেনে নিই…

‘লিমিটেড ডেটা ইউসেজ’ নামটি নিজেই জানান দিচ্ছে যে, এই নতুন সেটিংস ফিচারটি ভিডিও কলের ক্ষেত্রে ইন্টারনেট ডেটা সংরক্ষণ করবে। সেক্ষেত্রে, গুগল মিট ইউজাররা এই লিমিটেড ডেটা সেটিংসের মাধ্যমে, নেটওয়ার্কের অবস্থা অনুযায়ী তাদের ভিডিও কলের গুণগতমানকে ইচ্ছানুসারে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ, আরো ভালো করে বললে, ইউজারদের ডিভাইস কোনো ওয়াই-ফাই দ্বারা কানেক্টেড না থাকলে বা আঞ্চলিক নেটওয়ার্ক পরিষেবা কোনোভাবে বিপর্যস্ত হলে, তারা ‘লিমিটেড ডেটা ইউসেজ’ অপশনটি সক্রিয় করে দিতে পারবে। যা ডেটা বাঁচানোর পাশাপাশি ডিভাইসের ব্যাটারি লাইফ ও পারফরম্যান্সকেও উন্নত করবে। এর জন্য হয়তো আপনাকে স্ক্রিনে থাকা ভিডিও অপশনটিকে অফ করে দিতে হতে পারে।

কী করে সক্রিয় করবেন Google Meet-এ ‘লিমিটেড ডেটা ইউসেজ’ অপশনটি ?

১. যেহেতু উক্ত ফিচারটি ডিফল্টরূপে ডিজেবল বা অফ করা থাকে, তাই আপনাকে প্রথমেই চলে যেতে হবে গুগল মিট অ্যাপের বাঁ দিকে থাকা হ্যামবার্গার মেনুতে।

২. এবার হ্যামবার্গার মেনুটিতে থাকা সেটিংস অপশনে ট্যাপ করুন।

৩. সেটিংসে থাকা ‘General’ সেকশন থেকে ‘লিমিটেড ডেটা ইউসেজ’ অপশনটি পেয়ে যাবেন। এবার সেটিকে এনাবেল বা সক্রিয় করে দিন।
(Google Meet app > hamburger menu > Settings > General > Limit data usage)

গুগল মিট ইউজাররা ‘লিমিটেড ডেটা ইউসেজ’ অপশনটি অফ করে দিলেই, পুনরায় হাই রেজিলিউশনে অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত, গুগল মিটের সর্বশেষতম আপডেটটিকে ইতিমধ্যেই রোল-আউট করা শুরু হয়েছে এবং আগামী কিছু সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি ভাবে উপলব্ধ হয়ে যাবে। এটিকে গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের পাশাপাশি জি স্যুট বেসিক এবং ব্যবসায়ীরাও ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন