জুন পর্যন্ত ২৪ ঘন্টা ফ্রি ভিডিও কল করার সুযোগ দেবে Google Meet

এক বছর আগে করোনার দাপটে লকডাউন এবং সেই সঙ্গে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ধারণার সঙ্গে পরিচয় হয়েছে আমজনতার। এর ফলে আজকাল অফিসে গিয়ে মিটিং করার পরিবর্তে…

এক বছর আগে করোনার দাপটে লকডাউন এবং সেই সঙ্গে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ধারণার সঙ্গে পরিচয় হয়েছে আমজনতার। এর ফলে আজকাল অফিসে গিয়ে মিটিং করার পরিবর্তে মানুষ ভার্চুয়াল মিটিং করা শিখেছেন। শুধু মিটিং নয়, পারিবারিক যে-কোনো অনুষ্ঠান, অনলাইন ক্লাস, বন্ধুদের সাথে আড্ডা – সবক্ষেত্রেই এখনও ভরসা করতে হচ্ছে Google Meet সহ বিভিন্ন ভিডিও কলিং পরিষেবার ওপর। আপনারা প্রায় সবাই জানেন, স্মার্টফোনে আলাদাভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অথবা Gmail অ্যাপ্লিকেশন থেকে একটি অপশন অন করে Google Meet-এর সুবিধা উপভোগ করা যায়। এবং এই পরিষেবাটি ব্যবহার করতে কোনো অর্থ ব্যয় করতে হয় না, ব্যক্তিগত Gmail আইডি বা Google অ্যাকাউন্ট থাকলেই যেকেউ এটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে, ক্রমাগত Google Meet-এর জনপ্রিয়তা বাড়তে থাকায় এবং করোনার প্রকোপ ফের বাড়তে থাকায় এটির ফ্রি আনলিমিটেড ভিডিও কলিং পরিষেবার মেয়াদ পুনরায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Google। রিপোর্ট অনুযায়ী, Google Meet-এর এই পরিষেবাটি চলতি বছর অর্থাৎ ২০২১-এর জুন মাস পর্যন্ত বাড়ানো হচ্ছে। অর্থাৎ আগামী তিন মাস অবধি আগের মতই ব্যবহার করা যাবে Google Meet।

এর আগে গত সেপ্টেম্বরে Google Meet কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে, এই প্ল্যাটফর্মটিতে এক একটি মিটিংয়ের দরুন বিনামূল্যে ৬০ মিনিট অবধি ভিডিও কল করা যাবে। কিন্তু গ্রাহকদের মধ্যে এটির ব্যাপক চাহিদা দেখে সংস্থাটি ৩১শে মার্চ, ২০২১ পর্যন্ত এই পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে সংস্থাটি Gmail-এর সাথে Google Meet-এর ইন্টিগ্রেশন করে, যার ফলে ভিডিও কলিং অ্যাপটি ইন্সটল না করে Gmail থেকে সহজেই এটির সুবিধা নেওয়া যায়।

এক্ষেত্রে গতপরশু ফ্রি কলিংয়ের এই সময়সীমা শেষ হওয়ার পর, নতুন বিবৃতিতে গুগল (Google) জানিয়েছে, আগামী ৩০শে জুন পর্যন্ত গুগল মিট (Meet)-এর ফ্রি ভার্সনটি অ্যাক্সেস করা যাবে যাতে ২৪ ঘণ্টা ভিডিও কল করা যাবে। মূলত ওয়ার্ক ফ্রম হোম, ভার্চুয়াল মিটিং, অনলাইন ক্লাস — এইসবের জন্যই এই প্ল্যাটফর্মটিতে বিনামূল্যে আনলিমিটেড ভিডিও কল করার সুবিধা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে গুগল, তার ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে উল্লেখ করেছে যে, যাদের ব্যক্তিগত জিমেল (Gmail) অ্যাকাউন্ট রয়েছে, তারা আগের মতই এই ফ্রি অ্যাক্সেস পাবেন এবং একসঙ্গে ২৫০ জনকে নিয়ে অনলাইন মিটিং করতে পারবেন। এছাড়াও, এই প্ল্যাটফর্মটির সাহায্যে ইন্টারনাল লাইভ স্ট্রিমিং, কল রেকর্ডিং সেভ ইত্যাদি সুবিধাও পাওয়া যাবে।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে গুগল মিটে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে যার মধ্যে ব্লার ব্যাকগ্রাউন্ড, নয়েস ক্যান্সলেশন এবং মিটিং চলাকালীন নতুন করে আরও লোক যোগ করার বিকল্প চালু হয়েছে। এছাড়াও ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য বেশ কিছু নতুন ফিচার চালু করা হয়েছে, যেখানে এর শিক্ষকদের মিটিংয়ে উপস্থিত সকল শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মডারেশন টুল, সবার জন্য মিটিং সমাপ্ত করার ব্যবস্থা এবং অ্যাডভান্সড সেফটি লক ফিচার দেওয়া হয়েছে। অ্যাডভান্সড সেফটি লক ফিচারটির সাহায্যে কোনো মিটিং বা চ্যাট চলাকালীন যদি কোনো অজ্ঞাত ব্যক্তি মিটিংয়ে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন, তাহলে তাকে তৎক্ষণাৎ ব্লক করে দেওয়া যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন