Android 14 ওএসের সাথে নতুন ফিচার আনছে Google, অতিপুরোনো ফোনেও চলবে ইন্টারনেট

যত বেশি ফিচার দেখেই স্মার্টফোন কেনা হোকনা কেন, একটা সময় পর তার পারফরম্যান্সে নানারকম দুর্বলতা দেখা যায়ই। মানে সোজা কথায় বললে, হ্যান্ডসেট যত পুরোনো হতে…

যত বেশি ফিচার দেখেই স্মার্টফোন কেনা হোকনা কেন, একটা সময় পর তার পারফরম্যান্সে নানারকম দুর্বলতা দেখা যায়ই। মানে সোজা কথায় বললে, হ্যান্ডসেট যত পুরোনো হতে থাকে ততই যেন যন্ত্রতেও বার্ধক্যের ছাপ এসে পড়ে; অনেক সময় সমস্যা হয় এই ধরণের ফোনগুলির নেটওয়ার্ক কানেক্টিভিটিতেও। সেক্ষেত্রে টেক জায়ান্ট Google, এই সমস্ত পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির কথা ভেবে এখন একটি নতুন ফিচারের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে যা আসন্ন Android 14 ওএসের সাথে বিশেষ ফিচার হিসেবে উপলব্ধ হবে। আর সুবিধা বলতে, এই ফিচারটির সাহায্যে বহু পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিও ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। হ্যাঁ, সময়কে বুড়ো আঙুল দেখাতে এবার আরো একটি চমৎকার করতে চলেছে Google!

বয়েস বাড়লেও এবার থেকে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসেই মিলবে ইন্টারনেট কানেক্টিভিটি

স্যামসাং (Samsung) কোম্পানি সম্পর্কিত খবর সরবরাহকারী পোর্টাল স্যামমোবাইল (SamMobile) সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে যে, গুগলের নতুন অপারেটিং সিস্টেম (Android 14) অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে তাদের রুট সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট, কর্তৃপক্ষের অনুমতিতে আপডেট করার সুবিধা দেবে; যেখানে এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ডিভাইসের রুট সার্টিফিকেট শুধুমাত্র সিস্টেম আপডেটের মাধ্যমেই আপডেট করা যায়। এক্ষেত্রে নতুন ফিচারের দরুন ইউজাররা নিজেই তাদের ডিভাইসের রুট সার্টিফিকেট গুগল প্লে (Google Play) সার্ভিসের মাধ্যমেই আপডেট করতে সক্ষম হবেন।

Google Play-এর মাধ্যমেই আপডেট করা যাবে ডিভাইসের রুট সার্টিফিকেট

রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে-র মাধ্যমে রুট সার্টিফিকেট আপডেট করার এই সুবিধার সাথেই নিশ্চিত হয়ে যাবে যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির বয়েস বাড়লেও (পড়ুন সেগুলি পুরোনো হলেও) এবং নির্মাতা সংস্থার থেকে সিস্টেম আপডেট না পেলেও তাতে ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যাবে। এতে, এগুলির কার্যকারিতা নিয়ে ভবিষ্যতে ভাবতে হবেনা।

প্রসঙ্গত উল্লেখ্য, যখন কোনো ইউজার অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে একটি ওয়েবসাইট পরিদর্শন করেন, তখন সেই ওয়েব পেজটি একটি রুট সার্টিফিকেট ব্যবহার করে সেই ডিভাইসের সাথে নিরাপদ সংযোগ (সিকিওর কানেকশন) স্থাপন করে। কিন্তু মুশকিল হচ্ছে যে, এই রুট সার্টিফিকেটগুলি স্থায়ীত্ব চিরকালীন নয়; এগুলির মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ রয়েছে এবং যখন সেই সময়সীমা পেরিয়ে যায় তখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট আর কোনো ওয়েবসাইটের সাথে সিকিওর কানেকশন স্থাপন করতে পারেনা৷ অর্থাৎ এই ডিভাইসগুলিতে ওয়েবসাইট খোলেনা। এতক্ষণ ধরে আমরা যে ইন্টারনেট কানেক্টিভিটির কথা বলছিলাম তার সরল অর্থ আসলে এটাই।

এদিকে বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের রুট সার্টিফিকেট আপডেটের সুবিধা শুধুমাত্র ডিভাইসের নির্মাতা সংস্থার হাতে থাকে। ফলত ডিভাইসের সিস্টেম আপডেটের মাধ্যমেই কেবল সেটিকে আপডেট করা যেতে পারে। আর নিয়ম অনুযায়ী, ডিভাইসের বয়স বাড়ার সাথে সাথে সেটির সিস্টেম আপডেট পাওয়ার সম্ভাবনা কমে যায়। ফলে সেটির মেয়াদোত্তীর্ণ রুট সার্টিফিকেট আর আপডেট হয়না। তবে আগামী বছরের নতুন অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার মানে অ্যান্ড্রয়েড ১৪-এর সাথে এই জটিলতা দূর হতে চলেছে বলেই এখন রিপোর্টে দাবি করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন