Diwali Offer: Google Pay-এর বিশেষ অফার, কয়েক ক্লিকেই মিলবে ২০০ টাকা পুরষ্কার

একেবারে সামনেই দীপাবলি, আর এই উপলক্ষ্যে গত বছরের মতই এবারেও ইউজারদের পুরষ্কার জেতার বিশেষ সুযোগ নিয়ে হাজির হয়েছে Google...
Anwesha Nandi 20 Oct 2022 2:36 PM IST

একেবারে সামনেই দীপাবলি, আর এই উপলক্ষ্যে গত বছরের মতই এবারেও ইউজারদের পুরষ্কার জেতার বিশেষ সুযোগ নিয়ে হাজির হয়েছে Google Pay। সম্প্রতি জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি, নিজের মোবাইল অ্যাপ্লিকেশনে 'Diwali Mela' নামে একটি সহজ গেম লাইভ করেছে যাতে অংশগ্রহণকারীরা ২০০ টাকা পর্যন্ত পুরষ্কার জিততে পারবেন। এক্ষেত্রে, পুরষ্কার জেতার জন্য ইউজারদের কেবল বিগত কয়েক মাস ধরে লাইভ থাকা Indi-Home গেমটির নির্দিষ্ট ব্যানারে ক্লিক করতে হবে এবং একটি বহুতল বাড়ি বানানোর খেলা খেলতে হবে। মনে রাখবেন, আগামী ২৭শে অক্টোবর পর্যন্ত গেমটি খেলা যাবে।

কীভাবে Google Pay-এর দিওয়ালি অফার কাজে লাগাবেন?

এই মুহূর্তে গুগল পে-র ইন্ডি-হোম গেম খুললেই ইউজাররা সরাসরি এর 'দিওয়ালি মেলা' নামক বিশেষ ইভেন্টে পৌঁছে যাবেন। এরপর তাদের একের পর এক ফ্লোর (floor) বানাতে হবে, আর প্রতিটি পদক্ষেপের জন্য তারা পাবেন বিশেষ পুরস্কার। উল্লেখ্য, এই গেমটি আগ্রহীরা একাকী বা টিম বানিয়ে খেলতে পারবেন। গুগল পে জানিয়েছে যে, গেমে অংশগ্রহণকারী শীর্ষ ৫ লক্ষ দল ২০০ টাকা পর্যন্ত জিততে পারবে।

এর মধ্যে পুরষ্কার জেতার প্রতি ধাপে পৌঁছানোর জন্য ইউজারদের গুগল পে-র মাধ্যমে ট্রানজাকশন, কিউআর কোড পেমেন্ট বা বিল পরিশোধের মত কাজ করতে হবে। এছাড়া ফ্লোর বানানোর অতিরিক্ত সুযোগ পেতে তাদের এই গেমের ব্যানার শেয়ার করতে হবে বন্ধুদের সাথে।

এক্ষেত্রে বলে রাখি যে, আপনি কোনো বন্ধু বা অন্য কাউকে Google Pay ব্যবহার করে পেমেন্ট করলে ৩০ টাকা ক্যাশব্যাক পাবেন। আবার কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করলেও মিলবে ৩০ টাকা। প্রতিযোগিতা বা ইভেন্টটি মোট চারটি রাউন্ড নিয়ে গঠিত হবে, যার প্রথম রাউন্ডে ৫০ টাকা জেতা যাবে।

Show Full Article
Next Story