Google Pixel 6 ও Pixel 6 Pro আসছে নতুন ক্যামেরা সেন্সরের সাথে

Google সেপ্টেম্বর বা অক্টোবর মাসে Pixel 6 সিরিজের দু’টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে প্রবল জল্পনা রয়েছে। এই জল্পনা আরও বাড়িয়েছে অতি সম্প্রতি ফাঁস…

Google সেপ্টেম্বর বা অক্টোবর মাসে Pixel 6 সিরিজের দু’টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে প্রবল জল্পনা রয়েছে। এই জল্পনা আরও বাড়িয়েছে অতি সম্প্রতি ফাঁস হওয়া Pixel 6 ও Pixel 6 Pro-এর রেন্ডার। বেশিরভাগ ক্ষেত্রেই আনঅফিসিয়াল রেন্ডারের সাথে আসল স্মার্টফোনের ডিজাইনের মিল থাকে না। তবে সূত্র মারফত নিশ্চিত করে টিপস্টাররা বলছেন, নতুন রেন্ডারগুলি একেবারে নির্ভুল। তবে লঞ্চের সময় কালার অপশন ভিন্ন হবে বলেই তাঁদের অভিমত। এদিকে ১৮ মে থেকে শুরু হচ্ছে Google I/O ডেভেলপার কনফারেন্স। সেখানে Pixel 6 সিরিজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও অনলাইনে ফোনটি নিয়ে চর্চার শেষ নেই। রেন্ডার সামনে আসার পর এখন Pixel 6 ফোনের ক্যামেরা নিয়ে বড়সড় একটি তথ্য ফাঁস হল। এ বছরের Pixel 6 ও Pixel 6 Pro স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে Google নতুন সেন্সর ব্যবহার করবে বলে খবর। তথ্যটি জনপ্রিয় টিপস্টার ম্যাক্স উইনব্যাচ, (Max Weinbach) লিক করেছেন। উল্লেখ্য, হাই-প্রোফাইল লিকসের ক্ষেত্রে ম্যাক্সের ট্র্যাক রেকর্ড সমীহ জাগানোর মতো।

ম্যাক্স উইনব্যাচের দাবি, Pixel 6 ও Pixel Pro-এ Google নতুন ক্যামেরা সেন্সর যুক্ত করবে। সেন্সরটির ডিটেলস তিনি বলেননি। তবে এটুকু নিশ্চিত করেছেন যে, পূর্বসূরী মডেলের Sony IMX36 সেন্সরকে Google অবশেষে বিদায় জানাচ্ছে। প্রসঙ্গত, Pixel 3 সিরিজ থেকেই Google এই সেন্সরটির ব্যবহার করে আসছে। এটি আসলে ১২.২ মেগাপিক্সেল ১.৪ মাইক্রন সেন্সর যার ফ্রেম অ্যাপারচার এফ/১.৮।

এদিকে ফ্ল্যাগশিপ থেকে মিড-রেঞ্জ ডিভাইসেও এখন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার প্রচলন ঘটেছে। তবে হাই রেজোলিউশন ক্যামেরার সুবিধা থাকলেও, স্মার্টফোনে এমন ক্যামেরা থাকা মানেই যে ঝকঝকে ছবি সুনিশ্চিত, তা কিন্তু নয়৷ ভাল ছবি ওঠার ক্ষেত্রে সেন্সরের আয়তন, সফটওয়্যার অপ্টিমাইজেশন নির্ণায়ক ভূমিকা পালন করে৷ ক্যামেরা আপগ্রেড হলে Pixel 6 ও Pixel 6 Pro স্মার্টফোনে Google, 4K60fps ভিডিও রেকর্ডিং করার সুবিধা আনবে বলে আশা করা যায়।

ফাঁস হওয়া রেন্ডার দেখে স্পষ্ট, গুগল পিক্সেল ৬ ডুয়াল ক্যামেরা ও গুগল পিক্সেল ৬ প্রো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। ক্যামেরার স্পেসিফিকেশন অবশ্য জানা যায়নি। পিক্সেল ৬-এর স্ক্রিনের চারদিকে একদম স্লিম বেজেল থাকবে। ফলে এটি হাই স্ক্রিন-টু-বডি অনুপাত অফার করবে। পিক্সেল ৬ প্রো স্মার্টফোনেও একই ফ্রন্ট ডিজাইন রয়েছে। তবে স্ট্যান্ডার্ড ভার্সনের তুলনায় এর ডিসপ্লে কিছুটা বড় বলে মনে হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন