Android 12 চালিত স্মার্টফোন হ্যাকিংয়ের স্বীকার, তালিকায় নাম রয়েছে Samsung সহ এই ফোনের

আপনি কি Android 12 (অ্যান্ড্রয়েড ১২) অপারেটিং সিস্টেম ভিত্তিক স্মার্টফোন ব্যবহার করেন? তবে কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত, কারণ বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ১২-বেসড স্মার্টফোন, যেমন…

আপনি কি Android 12 (অ্যান্ড্রয়েড ১২) অপারেটিং সিস্টেম ভিত্তিক স্মার্টফোন ব্যবহার করেন? তবে কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত, কারণ বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ১২-বেসড স্মার্টফোন, যেমন – Google Pixel 6, Samsung Galaxy S22-এ “ডার্টি পাইপ” নামক একটি ক্ষতিকারক বাগের সন্ধান পাওয়া গেছে, যা সিস্টেম-বেসড অ্যাক্সেস অর্জন করতে সক্ষম। জার্মান ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি CM4all-এর নিরাপত্তা গবেষক ম্যাক্স কেলারম্যান সর্বপ্রথম এই ‘ডার্টি পাইপ’ নামক নিরাপত্তাজনিত ত্রুটির বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

লেটেস্ট ‘ডার্টি পাইপ’ বাগটি হ্যাকারদের ব্যাকডোর এন্ট্রি দিতে ভীষণরকমভাবে পটু। এর ফলে হ্যাকাররা ব্যবহারকারীদের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করতে পারে, সেই সাথে অ্যাকাউন্ট ডিটেলসও বদলে দিতে পারে। অ্যান্ড্রয়েড ১২-এর আগের ভার্সনের ডিভাইসগুলিতে এই বাগটি কোনো প্রভাব ফেলবে না। কিছু অ্যান্ড্রয়েড ১২ ডিভাইস এর দ্বারা প্রভাবিত হলেও সমস্ত ডিভাইস এই বাগ দ্বারা প্রভাবিত হবে না। বাগটি এনক্রিপ্টেড WhatsApp মেসেজ পড়তে পারে। সেইসাথে বেআইনিভাবে মেসেজের হেরফের এবং ব্যাংকিং জালিয়াতির জন্যও এই বাগটিকে দায়ী করা যেতে পারে।

এই ডিভাইসগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে

কেলারম্যান জানিয়েছেন, বাগটি Google Pixel 6-এ আবারও আক্রমণ করতে পারে। গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড সিকিউরিটি টিমকে বিষয়টি সম্পর্কে জানানো হয়। তবে এই সপ্তাহে প্রকাশিত মার্চের সিকিউরিটি প্যাচে বাগটির সমস্যার কোনো সমাধান করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, Google Pixel 6 এবং Samsung Galaxy S22 ডিভাইসগুলির পাশাপাশি আরও বেশ কিছু অ্যান্ড্রয়েড ১২ ডিভাইস যে ডার্টি পাইপ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়টি স্পষ্ট।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

ব্যবহারকারীদের থার্ড-পার্টি সোর্স থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবার বিশদে তথ্য না জেনেই কোনো অচেনা, অজানা অ্যাপ যাতে ফোনে ইন্সটল না করা হয়, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে ইউজারদের। সেইসাথে প্রত্যেক ব্যবহারকারীর স্মার্টফোনে লেটেস্ট সিকিউরিটি প্যাচ ইন্সটল থাকা একান্ত আবশ্যক।