Google Pixel 6a NFC এশিয়ার একাধিক দেশে লঞ্চ হচ্ছে, শুরু হল উৎপাদন
Google তাদের Pixel ব্র্যান্ডের অধীনে শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে Google Pixel 6a (NFC) হ্যান্ডসেটটি। ইতিমধ্যে বিভিন্ন...Google তাদের Pixel ব্র্যান্ডের অধীনে শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে Google Pixel 6a (NFC) হ্যান্ডসেটটি। ইতিমধ্যে বিভিন্ন রিপোর্ট থেকে এই ফোনটি সম্পর্কে বহু তথ্যই সামনে এসেছে। গত মাসেই Google Pixel 6a (NFC) মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন (FCC)-এর সার্টিফিকেশন সাইটে থেকে অনুমোদন লাভ করেছে। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার জানিয়েছেন যে, এশিয়ার বেশ কয়েকটি দেশে বর্তমানে আসন্ন গুগল পিক্সেল মডেলটির ধারাবাহিক উৎপাদন শুরু হয়েছে। আর এটি থেকে সহজেই অনুমান করা যায় যে, গুগলের আসন্ন মিড-রেঞ্জের ডিভাইসটি শীঘ্রই আত্মপ্রকাশ করবে এবং সেইসঙ্গে এটি একাধিক এশিয়ান বাজারে উপলব্ধ হবে। প্রসঙ্গত, Google Pixel 6a সংস্থার আসন্ন বার্ষিক আই/ও ডেভেলপার (I/O Developer) কনফারেন্সে লঞ্চ হবে বলে জানা গেছে এবং এই ইভেন্টটি আগামী ১১ মে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
Google Pixel 6a (NFC) আসছে Pixel 6 এর মতো ডিজাইন সহ
গুগল পিক্সেল ৬এ মডেলে ফ্ল্যাগশিপ পিক্সেল ৬ সিরিজের মতো একই রকমের ডিজাইন দেখতে পাওয়া যাবে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৬.২ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে এবং এই ডিসপ্লের মধ্যবর্তী স্থানে পাঞ্চ-হোল কাটআউট দেখতে পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে গুগল পিক্সেল ৬এ হ্যান্ডসেটে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত একটি অনুভূমিক ক্যামেরা ব্রিজ থাকবে। তবে ডিভাইসটিতে মোশন মোড অনুপস্থিত থাকতে পারে, যা চলমান অংশটিকে ঝাপসা করে এবং ব্যাকগ্রাউন্ডে একটি ব্লার এফেক্ট প্রয়োগ করে।
এছাড়া Google Pixel 6a সংস্থার ইন-হাউস টেনসর (Tensor) চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে। গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের তালিকা অনুসারে, এই আসন্ন গুগল স্মার্টফোনে ৬ জিবি র্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Google Pixel 6a ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, Google Pixel 6a মডেলটি পূর্বসূরি Google Pixel 5a- এর বিপরীতে, একাধিক দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।