Google Pixel 7, Pixel 7 Pro চলতি বছরে বাজারে এন্ট্রি নিচ্ছে, ফাঁস হল ক্যামেরা স্পেসিফিকেশন

গুগল (Google) চলতি বছরের শেষের দিকে তাদের Pixel সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে। এরমধ্যে এবছরের...
Ananya Sarkar 16 April 2022 11:50 PM IST

গুগল (Google) চলতি বছরের শেষের দিকে তাদের Pixel সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে। এরমধ্যে এবছরের শেষের দিকে Pixel 6a 5G স্মার্টফোনটি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। আবার এই সাশ্রয়ী মূল্যের পিক্সেল হ্যান্ডসেটটি লঞ্চ করার পর গুগল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বাজারে Google Pixel 7 সিরিজটিও আনবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Pixel 7 এবং 7 Pro-এই দুই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের ওপর থেকে পর্দা সরানো হতে পারে। প্রসঙ্গত, এই ডিভাইসগুলি Google Pixel 6 সিরিজের উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখবে। যদিও Pixel 7 সিরিজের লঞ্চ নিয়ে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তার আগেই এবার এক পরিচিত টিপস্টার আপকামিং লাইনআপের ক্যামেরা সংক্রান্ত বেশকিছু তথ্য প্রকাশ্যে এনেছেন।

ফাঁস হল Google Pixel 7 সিরিজের ক্যামেরার স্পেসিফিকেশন

গুগল পিক্সলে ৭ সিরিজ এবছর অক্টোবর মাস নাগাদ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। অফিসিয়াল লঞ্চের আগে, টিপস্টার যোগেশ ব্রার টুইট করে আসন্ন সিরিজটির ডিভাইসগুলির কয়েকটি প্রধান ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এনেছেন।

https://twitter.com/heyitsyogesh/status/1514470000521744389

টিপস্টার দাবি করেছেন যে, এই ডিভাইসগুলি লেটেস্ট পিক্সেল মডেলের মতো একই ক্যামেরা স্পেসিফিকেশন সহ আসবে। অর্থাৎ পিক্সেল ৭ বেস মডেলের ব্যাক প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে, প্রো মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২× অপটিক্যাল জুম সহ একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেখা যাবে। এর পাশাপাশি যোগেশ ব্রার আরও বলেছেন যে, নতুন ডিভাইসগুলির জন্য এই সেন্সরগুলি অপ্টিমাইজ করা হবে। তবে এর বেশিরভাগ প্রক্রিয়াকরণই সফ্টওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হবে।

প্রসঙ্গত, ডিভাইসগুলির বেশ কিছু বিবরণ এর আগেই সামনে এসেছে। বিশ্লেষক রস ইয়ং (Ross Young) দাবি করেন যে, পিক্সেল ৭ মডেলটি ৬.৩ ইঞ্চির ডিসপ্লে সহ আসবে, যেখানে পিক্সেল ৭ প্রো-এ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেওয়া হবে।

জানিয়ে রাখি, Google Pixel 7 এবং Pixel 7 Pro উভয় ডিভাইসের ডিজাইন রেন্ডারও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রেন্ডার অনুযায়ী, দুটি ডিভাইসেরই রিয়ার শেলে একটি অনুভূমিক বা হরিজন্টাল ক্যামেরা স্ট্রিপ দেখতে পাওয়া যাবে। ডিভাইসগুলি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং হাই রিফ্রেশ রেট অফার করবে৷ জানা গেছে, Google Pixel 7-এ একটি ৯০ হার্টজের ডিসপ্লে থাকবে, আর Google Pixel 7 Pro- এর ডিসপ্লেতে একটি ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Show Full Article
Next Story