এক্ষুনি হাতে পাবেন না Google Pixel Fold স্মার্টফোন, ফের পিছিয়ে গেল লঞ্চের সময়

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে প্রখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল (Google) তাদের নিজস্ব Pixel ব্র্যান্ডের অধীনে একটি ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে। কিন্তু সংস্থা এখনও…

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে প্রখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল (Google) তাদের নিজস্ব Pixel ব্র্যান্ডের অধীনে একটি ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে। কিন্তু সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে এই আসন্ন ডিভাইসটি সম্পর্কে কোনও তথ্য সামনে আনেনি। বেশিরভাগ জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ইতিমধ্যেই বাজারে তাদের একাধিক ফোল্ডেবল ডিভাইস উন্মোচন করলেও, এক্ষেত্রে এখনও গুগল পিছিয়ে রয়েছে। আর এখন আবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন Google Pixel Fold স্মার্টফোনটির আগমনের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা করতে হবে। কেননা জানা যাচ্ছে যে, সংস্থা আবারও ডিভাইসটির লঞ্চ পিছিয়ে দিয়েছে।

Google Pixel Fold- এর জন্য করতে হবে দীর্ঘ অপেক্ষা

দ্য ইলেক (The Elec)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, আপকামিং গুগল পিক্সেল ফোল্ড বা গুগল পিক্সেল নোটপ্যাড হ্যান্ডসেটটি চলতি বছরে লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই। আবার রিপোর্টে এই ফোল্ডেবল স্মার্টফোনটির নতুন লঞ্চের টাইমলাইন সম্পর্কেও কিছু উল্লেখ করা হয়নি। এটি নিয়ে দ্বিতীয়বার শোনা গেল যে, গুগল তাদের ব্র্যান্ডের সর্বপ্রথম ফোল্ডেবল ডিভাইসের লঞ্চ বাতিল বা স্থগিত করার পরিকল্পনা করছে। গত বছর নভেম্বরে বলা হয়েছিল, স্যামসাংয়ের লেটেস্ট গ্যালাক্সি জেড ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপ লাইনআপের সাথে প্রতিযোগিতার বিষয়ে উদ্বেগের জন্য গুগল ফোনটির লঞ্চ পিছিয়ে দিয়েছে। পরবর্তীতে, এবছর জানুয়ারি মাসে জানা যায় যে, আমেরিকান সংস্থাটি তাদের ডিভাইসের কিছু প্রয়োজনীয় পরিবর্তন করেছে, আর তাই এখনই ফোনটির লঞ্চ সম্ভব নয়।

প্রসঙ্গত, গুগল এখন আবার Pixel Fold-এর লঞ্চ স্থগিত করেছে বলে জানা গেছে, কারণ কোম্পানি হ্যান্ডসেটটির বর্তমান সংস্করণে সন্তুষ্ট নয়। আগামী বছরের কোনও এক সময়ে আত্মপ্রকাশ করার আগে ডিভাইসটি পরিবর্তনের আরেকটি রাউন্ডের মধ্য দিয়ে যায় কিনা বা এটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় কিনা তাই এখন দেখার।

যদিও, বেশিরভাগ লিডিং স্মার্টফোন নির্মাতারা তাদের নিজস্ব ফোল্ডেবল স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে, তবে ফোল্ডেবল ডিভাইসের মার্কেটে এখনও স্যামসাংই তাদের আধিপত্য বজায় রেখেছে। বাজারে ইতিমধ্যেই এই দক্ষিণ কোরিয়ার সংস্থা দ্বারা নির্মিত বেশ কয়েক প্রজন্মের ফোল্ডেবল ফোন উপলব্ধ রয়েছে এবং সংস্থাটি আবার আগামী মাসে পরবর্তী প্রজন্মের, Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷