অক্টোবরে লঞ্চ হতে পারে Pixel Watch, বিশেষ ইঙ্গিত টিপস্টারের

সমস্ত জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল রাতেই Pixel 5a ডিভাইসটির লঞ্চের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে টেক জায়ান্ট Google। তবে শুধু প্রিমিয়াম স্মার্টফোন নয়, রিপোর্ট বলছে…

সমস্ত জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল রাতেই Pixel 5a ডিভাইসটির লঞ্চের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে টেক জায়ান্ট Google। তবে শুধু প্রিমিয়াম স্মার্টফোন নয়, রিপোর্ট বলছে চলতি বছরের শেষ দিকে Google লঞ্চ করতে পারে একটি নতুন স্মার্টওয়াচও। আসলে জনপ্রিয় টিপস্টার জন প্রোসার সম্প্রতি Google Pixel Watch নামক সম্ভাব্য একটি আধুনিক ঘড়ির রেন্ডার ফাঁস করেছেন। ওই ফাঁস হওয়া ছবিগুলিতে স্মার্টওয়াচটির ডিজাইন প্রকাশিত হয়েছে এবং স্মার্টওয়াচটি Google-এর নিজস্ব WearOS-এ চালিত হবে বলে জানা গিয়েছে। এছাড়া, প্রোসার দাবি করেছেন যে, স্মার্টওয়াচটিতে বেজেল-কম ডিজাইন যুক্ত স্ক্রিন এবং এটির বৃত্তাকার কেস ডিজাইন ইউজারকে প্রিমিয়াম লুক দেবে।

শুধু তাই নয়, প্রোসারের মতে অভ্যন্তরীণভাবে এই পিক্সেল (Pixel) ওয়াচটির কোড নাম দেওয়া হয়েছে রোহান (Rohan)। অন্যদিকে এটির বেজেল-কম ডিসপ্লের ডান প্রান্তে একটি বোতাম থাকবে বলে তিনি দাবি করেছেন যা সম্ভবত পাওয়ার/ফাংশন কী হিসেবে কাজ করবে। আবার, ঘড়িটি ব্ল্যাক এবং সিলভার কেস ডিজাইনসহ আসবে বলে আশা করা হচ্ছে, যাতে প্রায় ২০টি স্ট্র্যাপ বিকল্প চয়ন থাকবে।

প্রোসার এও জানিয়েছেন যে, স্মার্টওয়াচটি গুগলের নিজস্ব স্মার্টওয়াচ অপারেটিং সিস্টেম অর্থাৎ WearOS-এ চলবে এবং এটি অক্টোবরে লঞ্চ হবে। কিন্তু এই টিপস্টার, সম্ভাব্য ডিভাইসটির সম্পর্কে অন্যান্য কোনো বিশদ প্রকাশ করেননি। তবে তার শেয়ার করা রেন্ডারগুলি দেখে মনে হচ্ছে ঘড়ির ইউআই বা ইউজার ইন্টারফেসে হার্ট রেট মনিটরিং সিস্টেমের জন্য বিশেষ ডিজাইন থাকবে।

প্রসঙ্গত, পিক্সেল ওয়াচ হওয়ার কারণে স্মার্টওয়াচটিতে অন্যান্য গুগল অ্যাপ এবং নেভিগেশন, সার্চ ইত্যাদি পরিষেবা দেখা যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাছাড়া পিক্সেল স্মার্টওয়াচটি, গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধা থাকবে এমনটাও আশা করাই যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন