ল্যাপটপ-কম্পিউটারে খেলা যাবে পছন্দের মোবাইল গেম, বড় সুবিধা নিয়ে এল Google

মোবাইল গেমাররা সর্বদাই বড় স্ক্রিনের অভিজ্ঞতা পাওয়ার জন্য পিসি এবং ল্যাপটপে তাদের প্রিয় গেমগুলি খেলার উপায়ের সন্ধানে...
Ananya Sarkar 26 Oct 2023 1:35 PM IST

মোবাইল গেমাররা সর্বদাই বড় স্ক্রিনের অভিজ্ঞতা পাওয়ার জন্য পিসি এবং ল্যাপটপে তাদের প্রিয় গেমগুলি খেলার উপায়ের সন্ধানে থাকে। আর সেকারণেই বহু থার্ড পার্টি অ্যান্ড্রয়েড এমুলেটর দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পার্সোনাল কম্পিউটারগুলিতে গুগল প্লে গেমস (Google Play Games) প্রকাশের সাথে সাথেই, পিসিতে মোবাইল গেম খেলার পুরো প্রক্রিয়া এবং ইউজার এক্সপেরিয়েন্স অনেক সহজ এবং উন্নততর হয়েছে। গুগল প্লে গেমসের টিম এখন অক্টোবর মাসের আপডেট নিয়ে এসেছে, যা ইউজারদের বহু আকাঙ্ক্ষিত তিনটি ফিচার অফার করবে।

পার্সোনাল কম্পিউটারে 4K এবং কন্ট্রোলারের সাথে Google Play গেম খেলা হল আরও আকর্ষনীয়

গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, পিসিতে প্লে গেমস এখন ৪কে গেমিং সাপোর্ট করবে। ইউজাররা যে কোনো গেমে শিফট + ট্যাব (Shift + Tab) বাটন প্রেস করে গেমের রেজোলিউশন পরিবর্তন করতে পারবেন। এই শর্টকাটটি গেম এবং ইউজার যে ডিভাইসে খেলছেন সেটি দ্বারা সমর্থিত সমস্ত রেজোলিউশনের একটি তালিকা প্রদর্শন করবে৷

গুগল প্লে গেমস-এ আসা আরেকটি গেমপ্লে আপগ্রেড হল কন্ট্রোলার সাপোর্ট। নির্বাচন করা গেমগুলি এখন সনি ডুয়েলশক ৪ (Sony DualShock 4), ডুয়েলসেন্স (পিএস৫) [DualSense (PS5)], এক্সবক্স সিরিজ এস (Xbox Series S), এক্সবক্স সিরিজ এক্স (Xbox Series X) এবং এক্সবক্স ওয়ান (Xbox One) কন্ট্রোলারের সাথে খেলা যাবে৷ গুগলের ঘোষণায় অ্যাসফল্ট ৯: লেজেন্ডস (Asphalt 9: Legends) এবং ব্যাডল্যান্ড (BADLAND) সাপোর্টেড টাইটেল হিসেবে উল্লেখ করা হয়েছে। গুগল প্লে গেমসের সমস্ত গেম বিভাগে একটি নতুন সার্চ বার রয়েছে। ইউজাররা সার্চ বারে গেমের নাম লিখতে পারেন। সার্চ রেজাল্টের সংখ্যা কমাতে এবং দ্রুত গেমগুলি খুঁজে পেতে গেম ক্যাটাগরি ফিল্টারও রয়েছে।

গুগল জানিয়েছে যে, পিসি-এর জন্য প্লে গেমস-এ এখন ক্ল্যাশ অফ ক্ল্যানস এবং ক্ল্যাশ রয়্যাল সহ ৩,০০০ টিরও বেশি গেম রয়েছে। উল্লেখিত এই দুটি সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম সারা বিশ্বের লক্ষাধিক গেমাররা খেলে থাকেন। এই গেমগুলি এখন উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ পিসিতে খেলা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ব্যবহারকারীরা গেমের অগ্রগতি মোবাইল ফোন, ডেস্কটপ এবং ক্রোমবুক সহ তাদের সমস্ত ডিভাইস জুড়ে সিঙ্কও করতে সক্ষম হবেন৷

জানিয়ে রাখি, পিসি-এর জন্য Google Play Games ২০২২ সালের জানুয়ারিতে প্রথম রিলিজ করা হয়েছিল। এটি সেই সময়ে তিনটি দেশে মুক্তি পেয়েছিল কিন্তু ধীরে ধীরে ভারত সহ আরও অনেক দেশে পরিষেবাটি প্রসারিত হয়েছে। তবে সার্ভিসটি এখনও বিটা (Beta) পর্যায়ে উপলব্ধ৷ এটি কবে বিটা টেস্টিং শেষ করবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ উল্লেখ্য, গুগল বলেছে যে Play Games চালানোর জন্য কমপক্ষে Windows 10 এবং ১০ জিবি এসএসডি স্টোরেজ স্পেস লাগবে। Intel UHD Graphics 630 বা সমতুল্য জিপিইউ, ৪টি সিপিইউ ফিজিক্যাল কোর এবং ৮ জিবি র‍্যাম থাকতে হবে। এছাড়া, ওই পিসিতে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশনও চালু থাকতে হবে।

Show Full Article
Next Story