Google Play Store Down: কাজ করছে না গুগল প্লে স্টোর, ওয়েবসাইট ও অ্যাপ খুলতে সমস্যা

গুগল প্লে স্টোর (Google Play Store) বিশ্ব জুড়ে অচল হয়ে পড়েছে। একাধিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। প্লে স্টোরের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ, উভয়…

গুগল প্লে স্টোর (Google Play Store) বিশ্ব জুড়ে অচল হয়ে পড়েছে। একাধিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। প্লে স্টোরের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ, উভয় মাধ্যমই কাজ করছে না। অনেকে গুগল প্লে স্টোর সাইটে গিয়ে 500 Error মেসেজ দেখতে পাচ্ছেন। প্লে স্টোরের মোবাইল অ্যাপের ক্ষেত্রেও একই অবস্থা।

সাইট ট্র্যাকার ডাউনডিটেক্টর, Play Store কাজ না করার বিষয়টি নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত প্রায় তিন হাজার ব্যবহারকারী প্লে স্টোর বন্ধ থাকার বিষয়ে ডাউনডিটেক্টরে অভিযোগ করেছেন। এছাড়া টুইটারেও গুগল প্লে স্টোর নিয়ে অভিযোগ করছেন অনেকে।

তারা জানিয়েছেন, অ্যাপ স্টোর খুলছে না। আবার কেউ কেউ বলেছেন, নতুন অ্যাপ সার্চ করতে সমস্যা হচ্ছে, কেবল ইনস্টল থাকা অ্যাপগুলি দেখা যাচ্ছে। Tech Gup এর টিমও প্লে স্টোরে গিয়ে একই সমস্যা খুঁজে পেয়েছে।

যদিও গুগলের তরফে এখনও Play Store কাজ না করার বিষয়ে কিছু জানানো হয়নি। আমাদের অনুমান এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি। আশা করা যায় শীঘ্রই গুগল সমস্যার সমাধান করবে এবং প্লে স্টোর ফের ছন্দে ফিরবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন