এবার থেকে Google প্লে স্টোরে দেখতে পাবেন কোন অ্যাপের ডাউনলোড বাড়ছে বা কমছে

সার্চ ইঞ্জিন Google তাদের প্লে স্টোরে (Play Store) এবার থেকে ট্রেন্ডিং অ্যাপ এবং ট্রেন্ডিং ডাউন অ্যাপ দেখাতে শুরু করবে।...
PUJA 19 Jan 2021 10:01 AM IST

সার্চ ইঞ্জিন Google তাদের প্লে স্টোরে (Play Store) এবার থেকে ট্রেন্ডিং অ্যাপ এবং ট্রেন্ডিং ডাউন অ্যাপ দেখাতে শুরু করবে। অর্থাৎ আপনি এই অ্যাপ স্টোরে কোনো অ্যাপ সার্চ করলে বুঝতে পারবেন উল্লেখিত অ্যাপটি অধিক পরিমান ডাউনলোড হচ্ছে নাকি সেটি বাকিদের তুলনায় পিছিয়ে পড়ছে। গুগল অ্যাপের টপ লিস্টে একটি তীর (অ্যারো) চিহ্ন যুক্ত করেছে। এই তীর চিহ্ন উপরের দিকে থাকার অর্থ অ্যাপটি অধিক ডাউনলোড হচ্ছে এবং নিচের দিকে থাকার অর্থ সম্প্রতি দিনে অ্যাপটির ডাউনলোড সংখ্যা কমেছে।

নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা সহজেই সঠিক অ্যাপ ডাউনলোড করতে পারবেন বলে গুগলের বিশ্বাস। যদিও মনে রাখবেন এই তীর চিহ্ন আপনাকে বলবে না অ্যাপটি কোন স্লট বা লেভেলে অবস্থান করছে। এমন কি আপনি এও জানতে পারবেন না কবে থেকে অ্যাপটি ট্রেন্ডিংয়ে আছে বা কবে থেকে এর ডাউনলোড সংখ্যা কমেছে।

Google Play Store এর এই নতুন ফিচার কিভাবে ব্যবহার করবেন

  • - প্রথমে, আপনাকে Google প্লে স্টোর অ্যাপে যেতে হবে৷
  • - উপরের সারিতে, আপনাকে টপ চার্টে ট্যাপ করতে হবে।
  • - এখান থেকে আপনি সহজেই বিভিন্ন চার্ট নেভিগেট এবং নির্বাচন করতে পারেন।
  • -আপনি বিভিন্ন বিভাগ থেকে অ্যাপ চেক করতে পারেন।

Show Full Article
Next Story