Google: মে মাস থেকে ১৬ লক্ষ বিপজ্জনক ইমেল ব্লক করে আপনার আর্থিক ক্ষতি রুখে দিয়েছে গুগল

ব্যবহারকারীদের সুরক্ষা প্রদানের ব্যাপারে এবার বড় সাফল্য পেলো গুগল (Google)। চলতি বছরের মে মাস থেকে সংস্থাটি তাদের...
SUPARNAMAN 24 Oct 2021 4:27 PM IST

ব্যবহারকারীদের সুরক্ষা প্রদানের ব্যাপারে এবার বড় সাফল্য পেলো গুগল (Google)। চলতি বছরের মে মাস থেকে সংস্থাটি তাদের প্ল্যাটফর্মে অজস্র ম্যালওয়্যার আক্রমণের ছক বানচাল করে দিয়েছে। শুধু এটুকুই নয়, বরং একইসাথে তারা ইউজারদের ফাঁদে ফেলতে টোপ হিসেবে প্রেরিত ১.৬ মিলিয়ন জাল ইমেইল ব্লক করেছে, যা সাইবার অপরাধীদের অন্যায় প্রচেষ্টার বিরুদ্ধে যোগ্য জবাব। উক্ত ইমেইল প্রেরণ এবং ম্যালওয়্যার আক্রমণের মাধ্যমে হ্যাকাররা Google ছাড়াও, অজস্র Youtube অ্যাকাউন্ট চুরি ও অবৈধ ক্রিপ্টোকারেন্সি স্কীমের প্রচারের কাজে সক্রিয় ছিলো বলে জানা গিয়েছে।

Google -এর থ্রেট অ্যানালিসিস গ্রুপ Youtube, Gmail, ট্রাস্ট অ্যান্ড সেফটি, সাইবারক্রাইম অনুসন্ধানকারী দল এবং সেফ ব্রাউজিং দলের মতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক প্রতিরোধ অত্যন্ত কার্যকরী হয়েছে। ম্যালওয়্যার আক্রমণ আটকে দেওয়ার কাজে গুগল অত্যন্ত সক্রিয় থাকার ফলে Gmail প্ল্যাটফর্মে জাল ইমেইলের আনাগোনা আগের থেকে ৯৯.৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে তারা জানিয়েছেন।

নিজেদের একটি ব্লগ পোস্টে Google দাবী করে যে চলতি সময়ে তারা প্রায় ১.৬ মিলিয়ন ক্ষতিকারক ইমেইল প্রাপ্তি থেকে ইউজারদের বাঁচানোর পাশাপাশি ৬২ হাজার সেফ ব্রাউজিং ফিসিং পেজ ওয়ার্নিং (Safe Browsing Phishing Page Warning) প্রদান করেছে। তাছাড়া সংস্থাটি ২,৪০০টিরও বেশি ফাইল ব্লক এবং প্রায় ৪,০০০ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কাজে সাফল্য পেয়েছে। গুগলের সক্রিয়তার কারণেই অ্যাটাকারেরা জিমেইল বাদ দিয়ে অন্যান্য ইমেইল পরিষেবা প্রদানকারীদের উপরে আক্রমণ চালাচ্ছে বলেও সংস্থাটি তাদের ব্লগ পোস্টে জানিয়েছে।

গুগলের বক্তব্য অনুযায়ী তাদের প্ল্যাটফর্মে হামলা চালানোর কাজে জড়িতদের মধ্যে সরকারি মদতপুষ্ট হ্যাকার এবং অর্থনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাইবার অপরাধীদের সংখ্যাই অধিক। এদের মধ্যে একটা বড় অংশ আবার আক্রমণের কেন্দ্র হিসেবে ইউটিউবকে বেছে নেয়। ২০১৯ সাল থেকে এই ধরনের বহু আক্রমন গুগলের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে বলে সংস্থার দাবী।

এছাড়া তাদের ব্লগ পোস্টে Google সাধারণ ব্যবহারকারীদের প্রলুব্ধ করার একাধিক ছল, কৌশল এবং পদ্ধতি ভাগ করে নিয়েছে। ইউজারেরা ঠিক কিভাবে এদের ছোঁয়াচ থেকে মুক্ত থাকবেন, সেটাও সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে। একইসাথে তারা ইউজারদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ এবং তাদের ব্রাউজার থেকে সেসন কুকি (Session Cookies) চুরির ব্যাপারেও বারবার সতর্ক করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story