ফের Play Store থেকে সরল ৮টি অ্যাপ, বিউটি ফিল্টার বা কীবোর্ডের আদলে এগুলি আপনার ফোনে নেই তো?
স্মার্টফোন মানেই হরেক রকম অ্যাপ্লিকেশন! এদিকে বিভিন্ন অ্যাপের কাজও ভিন্ন ভিন্ন। কিন্তু আপনি যদি সাত পাঁচ না ভেবেই...স্মার্টফোন মানেই হরেক রকম অ্যাপ্লিকেশন! এদিকে বিভিন্ন অ্যাপের কাজও ভিন্ন ভিন্ন। কিন্তু আপনি যদি সাত পাঁচ না ভেবেই মুঠোফোনে অ্যাপ ইনস্টল করতে থাকেন, তাহলে দাঁড়ান। কারণ ম্যালওয়্যার আক্রমণ এখন খুবই সাধারণ বিষয়ে হয়ে দাঁড়িয়েছে, আর নানাবিধ মোবাইল অ্যাপের মাধ্যমেই এই ম্যালিশিয়াস সফ্টওয়্যার ডিভাইসে ডিভাইসে ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের জন্য আবারও সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি, এই ধরণের মোট ৮টি অ্যাপকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করেছে Google (গুগল)। শুধু তাই নয়, শনাক্তকরণের পাশাপাশি তরিঘড়ি ওই সমস্ত অ্যাপ্লিকেশন নিজের প্লে স্টোর (Play Store) প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে সংস্থাটি।
কিন্তু মুশকিল হল যে, এখনও অনেক ইউজারের ফোনে এই অ্যাপগুলি ডাউনলোড বা ইনস্টল অবস্থায় থাকতে পারে। তাছাড়া এগুলির এপিকে (APK) ফাইলও নেটমাধ্যমে উপলব্ধ। তাই এই বিষয়ে ইউজারদের সতর্ক থাকতে বার্তা দিয়েছেন ফরাসি গবেষক ম্যাক্সিমে ইনগ্রাও (Maxime Ingrao)। এখন আমরা উল্লিখিত ৮টি অ্যাপের নাম আপনাদের সামনে পেশ করছি, যা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকলে অবিলম্বে ডিলিট করুন। নচেৎ ক্ষতিকারক এই অ্যাপগুলি আপনার ফোন থেকে ব্যক্তিগত ডেটা এবং অন্যান্য বিবরণ চুরি করতে পারে৷
এই অ্যাপগুলি থেকে হতে পারে তথ্য চুরি
১. Vlog Star Video Editor: ১ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন।
২. Creative 3D Launcher: এটি লাখ লাখ বার ডাউনলোড হয়েছে।
৩. Funny Camera: এই অ্যাপটি ক্যামেরা ফিল্টার অফার করে। এটিকে ৫ লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
৪. Wow Beauty Camera: এটিও বিউটি ফিল্টার অ্যাপ, যা ১ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে।
এই চারটি অ্যাপ ছাড়াও Gif Emoji Keyboard, Razer Keyboard & Theme, Freeglow Camera এবং Coco camera v1.1-এর মত অ্যাপ্লিকেশন অত্যন্ত ক্ষতিকারক।