সাবধান! গুগলে এই ছয়টি শব্দ সার্চ করলে হ্যাক হবে আপনার ফোন বা কম্পিউটার
সাইবার সিকিউরিটি ফার্ম সোফোস সম্প্রতি নতুন সাইবার হানা সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে গুগলে , ‘Are Bengal Cats Legal in Australia??’ সার্চ করলেই নাকি হ্যাকার খপ্পরে পড়তে পারেন আপনি।
সারা দিনে গুগলে আমরা কত কিছুই না সার্চ করি। নানা বিষয়ে জানার জন্য গুগলের মতো ভরসাযোগ্য প্ল্যাটফর্ম আর কোথাও নেই। কিন্তু, এর মধ্যে এমন কিছু শব্দ আছে যা সার্চ করলে নাকি হ্যাক হতে পারে ফোন। এমনই সতর্কতা জারি করেছে সাইবার সিকিউরিটি ফার্ম সোফোস। হ্যাকাররা গুগল সার্চ রেজাল্টে ভুয়ো লিঙ্ক দিয়ে এই প্রতারণা শুরু করেছে। এই লিঙ্কের মাধ্যমে Gootloader ম্যালওয়্যার প্রবেশ করানো হচ্ছে স্মার্টফোনে। তারপর ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণার করা হচ্ছে।
কোন ৬ শব্দ সার্চ করা থেকে সাবধান করছেন সাইবার বিশেষজ্ঞরা?
সাইবার সিকিউরিটি ফার্ম জানিয়েছে, ‘Are Bengal Cats Legal in Australia??’ (অস্ট্রেলিয়ায় বেঙ্গল বিড়াল কি বৈধ??) সার্চ করলে হ্যাকারদের খপ্পরে পড়তে পারেন। কারণ এটি সার্চ করার পর যে রেজাল্ট আসবে তার মধ্যে অধিকাংশ জায়গায় ভুয়ো ও ক্ষতিকারক লিঙ্ক রয়েছে। সেগুলোতে ক্লিক করা মাত্রই ফোনে ভাইরাস প্রবেশ করবে।
সংস্থার দাবি, এই সার্চের পর প্রতারণামূলক লিঙ্কগুলি গুগল রেজাল্টে সবথেকে প্রথমে দেখা যাবে। এসইও পয়জন কৌশল ব্যবহার করে এই প্রতারণা করা হচ্ছে। লিঙ্কে ক্লিক করার পর Gootlaoder ম্যালভাইরাস ফোনে প্রবেশ করবে। তারপর আপনার অজান্তেই নানা ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের কাছে।
আপাত দৃষ্টিতে "অস্ট্রেলিয়ায় বেঙ্গল বিড়াল কি বৈধ?" একটি স্বাভাবিক অনুসন্ধান হলেও এর পিছনে রয়েছে প্রতারণার ফাঁদ। মূলত সাইবার অপরাধীরা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) ম্যানিপুলেট করে যাতে তাদের ক্ষতিকর ওয়েবসাইটগুলি গুগল সার্চ ফলাফলের শীর্ষে নিয়ে আসার চেষ্টা করছে।
কীভাবে কাজ করে এই ভাইরাস ও সতর্ক থাকার জন্য যা করবেন -
বিশেষজ্ঞরা জানিয়েছেন, Gootloader একটি মাল্টি স্টেজ ক্ষতিকর ম্যালওয়্যার ভাইরাস। যা আপনার ল্যাপটপ বা মোবাইলে ঢুকে নিরাপত্তা স্তর বাইপাস একাধিক সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস নিতে সক্ষম। তাই এই ক্ষেত্রে সুরক্ষিত থাকতে কয়েকটি পরামর্শ দিয়েছে সাইবার সংস্থা। এগুলি হল - দ্রুত পাসওয়ার্ড বদল করুন, ডেস্কটপে অ্যান্টি ভাইরাস চালান, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এবং এই ধরনের শব্দ সার্চ করা থেকে বিরত থাকুন।
সাইবার সিকিউরিটি ফার্ম সোফোস সম্প্রতি নতুন সাইবার হানা সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে গুগলে , ‘Are Bengal Cats Legal in Australia??’ সার্চ করলেই নাকি হ্যাকার খপ্পরে পড়তে পারেন আপনি।