অনলাইন জালিয়াতদের খপ্পরে না পড়তে চাইলে এখন থেকেই মেনে চলুন Google-এর ‘ABC’

বর্তমানে টেকনোলজির অগ্রগতির যুগে ইন্টারনেট ছাড়া জীবন এককথায় অচল বললেও খুব ভুল বলা হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোনো বিষয় সম্পর্কে কিছু জানার প্রয়োজন হলেই…

বর্তমানে টেকনোলজির অগ্রগতির যুগে ইন্টারনেট ছাড়া জীবন এককথায় অচল বললেও খুব ভুল বলা হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোনো বিষয় সম্পর্কে কিছু জানার প্রয়োজন হলেই আমরা ইন্টারনেটে সার্চ করি এবং চুটকিতেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। কিন্তু সাম্প্রতিককালে হ্যাকারদের মাত্রাতিরিক্ত বাড়বাড়ন্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। হ্যাকাররা যেভাবে নিত্যনতুন ফন্দিফিকির বের করে মানুষকে প্রতারিত করে তাদের কষ্টার্জিত টাকা আত্মসাৎ করে চলেছে, তাতে যথাযথ সতর্কতা ছাড়া ইন্টারনেট ব্যবহার করা ইদানিংকালে একান্তই অনুচিত।

এখন হ্যাকার এবং সাইবার অপরাধীরা সর্বদা স্ক্যাম মেল, মেসেজ বা ফিশিং অ্যাটাকের মাধ্যমে ব্যবহারকারীদের প্রতারিত করার চেষ্টায় থাকে। এর ফলে আপনার কষ্টার্জিত অর্থ হারানোর পাশাপাশি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনাল ডিটেলসের সমস্ত অ্যাক্সেসও হ্যাকারদের হাতে চলে যায়। এই ভয়ঙ্কর কেলেঙ্কারির হাত থেকে ইউজারদের সুরক্ষিত রাখতে এবার এক কার্যকর পদক্ষেপ নিল Google। যেহেতু গুগলের সার্ভিস এবং অ্যাপ্লিকেশনগুলি সারা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে, তাই টেক জায়ান্টটি প্রায়শই সাইবার অ্যাটাক থেকে নিরাপদে থাকার সম্পর্কে ইউজারদের টিপস দেয়। সম্প্রতি Google India Twitter হ্যান্ডেলে এই টেক জায়ান্টটি ইন্টারনেট সুরক্ষার ‘ABC’ শেয়ার করেছে। ইংরেজি শেখার ক্ষেত্রে ABC যেমন মূল ভিত্তি, ঠিক তেমনই অনলাইন কেলেঙ্কারির হাত থেকে বাঁচতে ইউজারদের নীচে উল্লিখিত এই বেসিক ABC টিপসগুলি মেনে চলা উচিত বলে সংস্থাটি টুইটে উল্লেখ করেছে। কী এই ABC? আসুন জেনে নেওয়া যাক…

Always keep your private details to yourself (সর্বদা আপনার পার্সোনাল ডিটেলস নিজের কাছে রাখুন)

Google জানিয়েছে যে, ইন্টারনেটে কারোর সাথে কোনো পার্সোনাল ডিটেলস শেয়ার করবেন না। ইন্টারনেটে অপরিচিত ব্যক্তিদের সাথে জন্মদিন, আপনার ব্যাঙ্ক ডিটেলস বা এমনকি আপনার প্রিয় ফুটবলারের নামও শেয়ার করা চলবে না। শুনতে খুব সাধারণ মনে হলেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। প্রায়শই অধিকাংশ মানুষ কোনো ভাবনাচিন্তা না করেই ইন্টারনেটে নিজেদের পার্সোনাল ডিটেলস অপরিচিত ব্যক্তি বা সোর্সের সাথে শেয়ার করে থাকেন, এবং ফলস্বরূপ প্রতারিত হওয়ার একাধিক ঘটনা ইতিমধ্যেই এতদিন যাবৎ প্রত্যক্ষ করা গেছে।

Beware of the bad actors in your inbox (আপনার ইনবক্সের মুখোশধারীদের থেকে সাবধানে থাকুন)

এখন ব্যবহারকারীরা Gmail-এ অনেক বেশি স্প্যাম মেল পান। স্প্যাম ফিল্টার এবং অন্যান্য টুল থাকা সত্ত্বেও, shady emails (অর্থাৎ ক্ষতিকারক ম্যালওয়্যারযুক্ত ইমেল) আপনার প্রভূত ক্ষতিসাধন করতে পারে। গুগলের একটি ফিশিং প্রোটেকশন (Phishing Protection) টুল রয়েছে যা আপনাকে এই সমস্যার মোকাবেলা করতে সহায়তা করতে পারে। Gmail-এর ফিশিং প্রোটেকশন আপনাকে সম্ভাব্য ক্ষতিকারক ইমেলগুলি সম্পর্কে সতর্ক করে।

Change your passwords frequently (আপনার পাসওয়ার্ডগুলি ঘন ঘন পরিবর্তন করুন)

অনলাইন কেলেঙ্কারির হাত থেকে সুরক্ষিত থাকতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হল, যথাসম্ভব ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করা। কাজটি কিছুটা জটিল এবং বিরক্তিকর হলেও ইউজারদের পার্সোনাল ডিটেলস সুরক্ষিত রাখার জন্য অত্যন্ত কার্যকর একটি টিপস। আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে কি না সে সম্পর্কে নিশ্চিত হতে আপনি পাসওয়ার্ড চেকআপ (Password Checkup) টুলের সহায়তা নিতে পারেন। পাসওয়ার্ড চেকআপ টুলটি আপনার Google অ্যাকাউন্টের জন্য উপলব্ধ এবং আপনার পাসওয়ার্ড দুর্বল কি না বা হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তা আপনাকে জানতে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন