২০ সেপ্টেম্বর থেকে কোটি কোটি Gmail অ্যাকাউন্ট বন্ধ করছে Google, জানুন কারণ
২০ সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় Gmail অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল Google। তাই আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার Gmail...২০ সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় Gmail অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল Google। তাই আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার Gmail অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন। মূলত সার্ভারের উপর চাপ কমাতে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর সিদ্ধান্ত নিয়েছে Google। সুতরাং চলুন আপনি কীভাবে আপনার Gmail অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে রক্ষা করবেন জেনে নেওয়া যাক।
Google কেন ইনঅ্যাক্টিভ Gmail অ্যাকাউন্ট বন্ধ করছে
গুগলের তরফে জানানো হয়েছে যে, যেসমস্ত জিমেল অ্যাকাউন্ট ২ বছরের বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হবে। এখনকার দিনে অনেকেই একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন কিন্তু সেগুলি আর ব্যবহার করেন না। আর তাই সার্ভার স্টোরেজ কমাতে গুগল নিষ্ক্রিয় জিমেল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: BSNL 4G SIM অনলাইনে অর্ডার কীভাবে করবেন, হোয়াটসঅ্যাপ থেকেও কিনতে পারবেন
Gmail অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে পলিসি পেজে কি জানিয়েছে Google
গুগলের পলিসি পেজে বলা হয়েছে, যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট ২ বা তার বেশি বছর ধরে ব্যবহার করা হচ্ছে না, সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের অ্যাকাউন্টকে গুগল থেকে নোটিফিকেশন পাঠানো হচ্ছে এবং তাদের অ্যাকাউন্টগুলি সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরেও যদি অনেক অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় থাকে, তাহলে গুগল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার Gmail অ্যাকাউন্ট সুরক্ষিত কীভাবে রাখবেন
আপনার Gmail অ্যাকাউন্টে লগ ইন করুন: অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অর্থাৎ বন্ধ হওয়া আটকাতে আপনার Gmail অ্যাকাউন্টে অন্তত একবার লগ ইন করুন।
ইমেল পাঠান বা পড়ুন: আপনার Gmail অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ইমেল পাঠান এবং ইনবক্সে আসা মেলগুলি পড়ুন।
গুগল সার্ভিস ব্যবহার করুন: আপনার Gmail অ্যাকাউন্ট সক্রিয় রাখতে আপনার Google Photo বা Google Drive অ্যাকাউন্ট অ্যাক্সেস করুন বা বিভিন্ন ফাইল শেয়ার করুন।
ইউটিউব ভিডিও দেখুন: আপনার Gmail অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখুন।
গুগল সার্চ করুন: আপনি Gmail অ্যাকাউন্টে লগ ইন করে এবং গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিছু সার্চ করুন। এরফলে আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকবে।