বন্ধ হয়ে যাচ্ছে Gmail সহ এই সমস্ত Google অ্যাকাউন্ট, কারা সমস্যায় পড়বে দেখে নিন

বর্তমান বিশ্বে অসংখ্য মানুষ Google অ্যাকাউন্ট ব্যবহার করে। তবে, এমন অনেকে আছেন যারা অ্যাকাউন্ট তৈরি করে সেটি আর ব্যবহার...
techgup 27 Nov 2023 6:20 PM IST

বর্তমান বিশ্বে অসংখ্য মানুষ Google অ্যাকাউন্ট ব্যবহার করে। তবে, এমন অনেকে আছেন যারা অ্যাকাউন্ট তৈরি করে সেটি আর ব্যবহার করেন না। তাই, সম্প্রতি Google জানিয়েছে, তারা দীর্ঘদিন সক্রিয় না থাকা অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ রূপে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।

২ বছর অব্যবহৃত জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ফটো, ডকুমেন্ট এবং কন্টাক্ট সহ আরও একাধিক ফিচার গুগল অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হবে। কারণ, দীর্ঘদিন ব্যবহার না করার ফলে, সহজেই এর মাধ্যমে প্রতারকরা নানা রকম প্রতারণা করতে পারে। আর এই কারণে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে, স্কুল বা ব্যবসার সাথে জড়িত সংস্থাগুলির সাথে লিঙ্ক করা অ্যাকাউন্টগুলি এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠানো হবে।

এছাড়াও, গুগলের তরফ থেকে জানানো হয়েছে ইউটিউব, ব্লগার বা কনটেন্ট ক্রিয়েটারদের অ্যাকাউন্টগুলি এই মুহূর্তে মুছে ফেলা হবে না। শুধু, জিমেইল, ড্রাইভ, ডকস, মিট, ক্যালেন্ডার এবং ফটোর মত ফিচারগুলি এই সিদ্ধান্তে সমস্যায় পড়বে‌।

অন্যদিকে, ব্যবহারকারীদের নিজের অ্যাকাউন্ট মুছে যাওয়া এড়াতে ইমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল প্লে স্টোর অ্যাপগুলি ব্যবহার করতে হবে। এছাড়াও, গুগল থেকে বিভিন্ন কনটেন্ট সার্চ করতে হবে, থার্ড পার্টি অ্যাপ বা সার্ভিসের জন্য গুগল দিয়ে সাইন ইন করতে হবে এবং অ্যাকাউন্টটি প্রতি দুই বছরে অন্তর একবার করে লগইন করতে হবে। তবেই Google অ্যাকাউন্টটি সক্রিয় থাকবে।

Show Full Article
Next Story