ভ্যাকসিন না নিলে বন্ধ হবে বেতন, চাকরিও খোয়াতে পারে Google-এর কর্মচারীরা

এবার করোনা মোকাবিলায় নিজেদের কর্মচারীদের কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক করল টেক জায়ান্ট Google । একটি মেমো জারি করে সংস্থাটি জানিয়ে দিয়েছে, কোভিড সংক্রমণ এড়াতে উপযুক্ত…

এবার করোনা মোকাবিলায় নিজেদের কর্মচারীদের কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক করল টেক জায়ান্ট Google । একটি মেমো জারি করে সংস্থাটি জানিয়ে দিয়েছে, কোভিড সংক্রমণ এড়াতে উপযুক্ত পদক্ষেপ অনুসরণ না করলে কর্মচারীদের ওপর কোনো ধরনের সহনশীলতা দেখাবে না কোম্পানি। কর্মচারীদের সতর্কবার্তা দিয়ে গুগল জানিয়েছে, যারা এখনো পর্যন্ত কোভিড সংক্রমণ এড়াতে ভ্যাকসিন (vaccine) নেয়নি তারা চাকরি খোয়াতে পারে ।

CNBC প্রাপ্ত মেমো থেকে আরও জানা গেছে, বিশ্বখ্যাত এই টেক সংস্থাটি তাদের কর্মচারীদের ভ্যাকসিন নেওয়ার জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। এমনকি কর্মচারীদের ৩ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসা বা ধর্মীয় ছাড়ের জন্য আবেদন করার সুযোগও দেওয়া হয়েছিল। মেমোতে বলা হয়েছে যে, সময়সীমার পরে যে কর্মচারীরা তাদের টিকা সম্পর্কিত কোনও নথি জমা দিতে পারবেন না, তাদের সাথে কোম্পানি ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। এছাড়া, যেসব কর্মচারীদের অব্যাহতির আবেদন কোম্পানি অনুমোদন করেনি তাদের সাথেও যোগাযোগ করা হবে।

সংস্থাটি তাদের মেমোতে আরো জানিয়েছে, যে সমস্ত কর্মচারী ১৮ জানুয়ারি পর্যন্ত কোভিড ভ্যাকসিন নেবেন না, তাদেরকে ৩০ দিনের জন্য পেইড অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে পাঠানো হবে। এর পরেও যারা ভ্যাকসিন নেবেন না, তারা ছয় মাসের জন্য আনপেইড পার্সোনাল লিভে থাকবেন। এত কিছুর পরেও যারা ভ্যাক্সিনেটেড হবেন না, তাদেরকে কোম্পানি ছেড়ে দেওয়ার নোটিশ পাঠানো হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ এড়াতে গুগল তাদের এই পলিসি কখনো অস্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। কোম্পানির স্পোক পার্সন, লোরালি এরিকসন সংবাদমাধ্যম, ‘দ্য ভার্জ’ কে জানান, আগেই যদি আমরা আমাদের এই ভ্যাকসিনেশন নিয়ম চালু করতাম, তাহলে খুব সহজে ও সুরক্ষিতভাবে আমরা আমাদের সার্ভিস চালিয়ে যেতে পারতাম। যারা ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন তাদের সব রকমভাবে সুরক্ষা প্রদান করতে এবং সাহায্য করতে আমরা বদ্ধপরিকর। তাই আমাদের এই ভ্যাকসিন পলিসি কড়াভাবে বলবৎ থাকবে। এর কোনো নড়চড় হবে না।

এখানে বলে রাখি, সম্প্রতি গুগল তাদের কর্মচারীদের অফিসে গিয়ে কাজ করার জন্য উৎসাহিত করছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই কর্মচারীরা যাতে অফিসে এসে কাজ করতে পারে তারই পরিকল্পনা করছিল সংস্থাটি। তবে এখন করোনার নতুন ভ্যারিয়েন্ট, ওমিক্রনে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেক টেক সংস্থাই তাদের কর্মচারীদের অফিসে নিয়ে আসার পরিকল্পনাকে স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। গুগলও তাদের মধ্যে একটি।