অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর, Google Assistant এর সুবিধা অনেক কমছে

আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) অনেক বেশি ব্যবহার করেন, তাহলে...
techgup 13 Jan 2024 11:53 AM IST

আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) অনেক বেশি ব্যবহার করেন, তাহলে আপনার জন্য বড় খবর। আসলে নতুন বছরে গুগল তাদের অ্যাসিস্ট্যান্ট ফিচারের অনেক সুবিধা বন্ধ করতে চলেছে। গুগল তাদের ব্লগে জানিয়েছে, ভয়েস কমান্ডসহ গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) এর অনেক ফিচার এ বছর বন্ধ করতে যাচ্ছে তারা। উল্লেখ্য, গুগল অ্যাসিস্ট্যান্টের ভয়েস কমান্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে এই জনপ্রিয় ফিচার সহ ১৭টি সুবিধা আর পাওয়া যাবে না।

কী বলেছে Google?

গুগল তাদের ব্লগে জানিয়েছে, তারা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের চাহিদা বুঝতে পারছে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা যেসব প্রযুক্তি ব্যবহার করছেন, তাতে বিনিয়োগ করছে তারা।

Google Assistant এর এই ১৭টি ফিচার বন্ধ হয়ে যাচ্ছে

  • এখন আপনি আপনার ফোন থেকে অডিওবুক কাস্ট করতে সক্ষম হবেন কিন্তু প্লে বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।
  • গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মিডিয়া অ্যালার্ম, রেডিও অ্যালার্ম, মিউজিক অ্যালার্ম সেট করার সুবিধা বন্ধ করা হচ্ছে।
  • গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কুকবুকের রেসিপিগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করা যাবে না, তবে গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ইউটিউবে রেসিপি সম্পর্কে সার্চ করতে পারবেন।
  • স্মার্ট স্পিকার এবং স্মার্ট ডিভাইসে স্টপওয়াচ পরিচালনা করার ক্ষমতা পাওয়া যাবে না।
  • ভয়েস কমান্ডের মাধ্যমে ই-মেল, ভিডিও ও অডিও মেসেজ পাঠানো যাবে না, তবে কলিং ও টেক্সট মেসেজের সুবিধা দেওয়া হবে।
  • গুগল ক্যালেন্ডার ভয়েস কমান্ডের মাধ্যমে ইভেন্ট রি-সিডিউল করা যাবে না।
  • গুগল ম্যাপে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের ব্যবহার বন্ধ করা হয়েছে, অর্থাৎ ড্রাইভিং মোডে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মিডিয়া কন্ট্রোল, কলিং ও মেসেজিংয়ের সুবিধা মিলবে না।
  • স্পিকার ও স্মার্ট ডিসপ্লের মাধ্যমে কলিং করা যাবে কিন্তু কলার আইডি দৃশ্যমান হবে না।
  • ঘুমের সারসংক্ষেপ সম্পর্কিত তথ্য এখন শুধুমাত্র গুগল স্মার্ট ডিসপ্লেতে পাওয়া যাবে।

Show Full Article
Next Story