Circle to Search: বদলে যাচ্ছে গুগলে সার্চ করার ধরন, এবার সহজেই খুঁজে পাবেন সবকিছু

Google তাদের সার্চ ইঞ্জিনের জন্য দুটি নতুন ফিচার চালু করেছে। এগুলি হল সার্কেল টু সার্চ (Circle to Search) এবং মাল্টিসার্চ এক্সপেরিয়েন্স (Multisearch Experience)। এই দুটি…

Google তাদের সার্চ ইঞ্জিনের জন্য দুটি নতুন ফিচার চালু করেছে। এগুলি হল সার্কেল টু সার্চ (Circle to Search) এবং মাল্টিসার্চ এক্সপেরিয়েন্স (Multisearch Experience)। এই দুটি ফিচার চালু হওয়ার পর গুগল সার্চের স্টাইল পুরোপুরি বদলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল কোনও কিছু অনুসন্ধান করার জন্য আপনাকে আর অ্যাপ স্যুইচ করতে হবে না অর্থাৎ একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে স্যুইচ করতে হবে না।

Circle to Search ফিচার কী?

গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। সার্কেল টু সার্চ ছবির মধ্যে একটি নির্দিষ্ট বিষয় নিয়েও সার্চ করতে দেয়। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে, যে ফটো সার্চ করতে চান সেই ফটোর সাবজেক্টের উপর একটি বৃত্ত তৈরি করতে হবে। তারপরে, গুগল আপনাকে সেই বিষয় সম্পর্কিত ফলাফলগুলি দেখাবে। বৃত্ত তৈরি করার পাশাপাশি ট্যাপ করেও যেকোনো কিছু সার্চ করতে পারবেন।

এই পুরো সার্চ কোনও অ্যাপ স্যুইচ না করেই হবে। যেমন, আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাপে যেতে হবে না। ছবি ছাড়াও ভিডিওতেও কাজ করবে এই ফিচার। গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি ৩১ জানুয়ারি ২০২৪ থেকে Pixel ফোন এবং কিছু প্রিমিয়াম Android ফোনে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ফোনের হোম বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলেই সার্চ টু সার্কেল ফিচারটি সক্রিয় করা যাবে।

Multisearch + Gen AI ফিচার

ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের চেয়ে দ্রুত ও উন্নত করতে মাল্টিসার্চ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারে টেক্সট, ফটো এবং স্ক্রিনশট সমর্থন করবে। এর সাহায্যে আপনি এআই জেনারেটেড ফলাফল পেতে পারেন। আগামী সপ্তাহেই এই ফিচার রিলিজ করা হবে। এটি গুগল লেন্স বা গুগল অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যেতে পারে। এতে সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) সাপোর্ট করবে।