Gmail ব্যবহারকারীরা অ্যালার্ট হয়ে যান, শীঘ্রই আপনার অ্যাকাউন্ট বন্ধ করবে Google, জানুন কারণ

স্মার্টফোন হোক কিংবা কম্পিউটার, Google ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্য নতুন পরিষেবা নিয়ে আসে। তবে এবার কোনো বিশেষ...
techgup 18 May 2023 11:16 AM IST

স্মার্টফোন হোক কিংবা কম্পিউটার, Google ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্য নতুন পরিষেবা নিয়ে আসে। তবে এবার কোনো বিশেষ পরিষেবা নয়, Google ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এক নতুন পদক্ষেপ নিল। জানা গেছে, টেক জায়ান্টি ২০২৩ সালে একাধিক গুগল অ্যাকাউন্ট (Google account) বা জিমেইল আইডি (Gmail ID) বন্ধ করে দিতে চলেছে। যদিও ২০২০ সালেও একবার গুগল এই কথা ঘোষণা করেছিল। কিন্তু সেই সময় কোনো কারণে সেই নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি। তবে চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি সেই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়েছে গুগল।

বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগলের বিভিন্ন পরিষেবা এবং ইন্টারনেটের নানান সুবিধা পেতে প্রত্যেকেরই গুগল অ্যাকাউন্ট থাকা একান্ত প্রয়োজন। অনেক সময় অনেকেরই একটার বেশি গুগল অ্যাকাউন্ট থাকে, যেগুলি কম বেশি ব্যবহার হয় অথবা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাই গুগল তার পলিসি বা নীতিমালায় কিছু পরিবর্তন আনতে চলেছে, যার জেরে চলতি বছরেই বন্ধ হয়ে যাবে বেশ কিছু অ্যাকাউন্ট। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেসমস্ত গুগল অ্যাকাউন্ট দুই বছর বা তারও বেশি সময় ধরে ব্যবহার হয়নি বা তাদের স্টোরেজ লিমিট শেষ হয়ে গেছে, শুধুমাত্র সেগুলিকেই পুরোপুরি মুছে দেবে গুগল।

কোন কারণে Google নিষ্ক্রিয় করে দিতে চলেছে অ্যাকাউন্টগুলি?

ব্লগ পোস্টে গুগল বলেছে যে, বর্তমানে সক্রিয় অ্যাকাউন্টের থেকেও প্রায় ১০ গুন বেশি অব্যবহৃত অ্যাকাউন্ট রয়েছে। আর অবিলম্বে এই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় না করে দিলে এগুলির মাধ্যমে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ হতে পারে। তাই সেই সমস্ত সাইবার ক্রাইম আটকাতেই গুগল এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

Google, অ্যাকাউন্টের সাথে আর কি কি মুছে ফেলতে চলেছে?

ব্লগ পোস্ট থেকে জানা গেছে, গুগল ইউজারদের অ্যাকাউন্টের সাথে সাথে এর কনটেন্টগুলিও মুছে ফেলতে চলেছে। অর্থাৎ ডকুমেন্টস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোসও মুছে দেবে গুগল।

সমস্ত রকম Account কি নিষ্ক্রিয় করে দেবে Google?

গুগলের এই নতুন নিয়ম শুধুমাত্র ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টগুলিতেই প্রযোজ্য হতে চলেছে। এই নিয়ম স্কুল এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট গুলিকে কোনভাবেই প্রভাবিত করবে না বলে জানা গিয়েছে।

ব্যবহারকারীরা কিভাবে তাদের অ্যাকাউন্টগুলি মুছে ফেলার বিষয়টি জানবে?

গুগল বলেছে, এই কাজটি তারা একটি পর্যায়ক্রমিক পদ্ধতি অবলম্বন করে করবে। প্রথমে তারা সেই অ্যাকাউন্ট খুঁজে বার করবে যেগুলি তৈরির পর সেটি দিয়ে আর কোনো কাজ করা হয়নি। তারপর সেগুলি মুছে ফেলার আগে গুগল, অ্যাকাউন্ট ইউজারকে নোটিফিকেশন পাঠিয়ে বিষয়টি সম্পর্কে জানবে। তারপর ওই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এবং সেগুলির সাথে সংযুক্ত প্রতিটি কনটেন্ট ডিলিট করে দেবে।

Show Full Article
Next Story