বিনামূল্যে টিভি দেখা যাবে, 170টির বেশি FREE চ্যানেল যোগ করল Google TV, ভারতে পাওয়া যাবে?

170টির বেশি ফ্রি লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল জুড়ল গুগল টিভিতে। ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষে গ্রাহকদের বিনোদনের খামতি রাখতে চাইছে না কোম্পানি।

Suvrodeep Chakraborty 24 Dec 2024 2:05 PM IST

বিনামূল্য লাইভ স্ট্রিমিং চ্যানেলের সিলেকশন প্রসারিত করার সিদ্ধান্ত নিল Google TV। উৎসবের মরশুম উপলক্ষে গুগল টিভিতে 170টির বেশি লাইভ স্ট্রিমিং চ্যানেল উপভোগ করা যাবে। এটি একটি বড় পদক্ষেপ, কারণ এই বছরেই 150টি বিনামূল্য চ্যানেল পার করেছে গুগল।

এই গুগল টিভি ফ্রিপ্লে ফিচারের মাধ্যমে নতুন গুগল টিভি ডিভাইসগুলিতে ফ্রি এবং অ্যাড সাপোর্টেড লাইভ চ্যানেল উপভোগ করা যাবে। তবে এই সুবিধাটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে 80টি চ্যানেলের সঙ্গে লঞ্চ হয়েছিল ফ্রিপ্লে পরিষেবা। বছরভর সেই সংখ্যা বাড়াতে থাকে গুগল।

নভেম্বর, 2024 অনুযায়ী, ফ্রিপ্লে পরিষেবার অন্তর্গত 160টি চ্যানেল রয়েছে। এদিন গুগল আরও ডজন খানেক চ্যানেল যোগ করল প্ল্যাটফর্মে। এর মধ্যে একাধিক বিনোদনের চ্যানেল রয়েছে। উৎসবের মরশুম চলার কারণে নানা বিষয়বস্তুর বিনামূল্য লাইভ স্ট্রিমিং চ্যানেল যোগ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

এর মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হল -

Designated Survivor

The Great Christmas light fight

Best of Dr. Phil

Xumo Free Holiday Movie Channel

Xumo Free Holiday Classics

Xumo Christian Christmas

Continuum

Z Nation

The Design Network

Filmrise: Classic TV

UFC

Unbeaten

Big 12 Studios

Waypoint TV

PursuitUP

এগুলির সঙ্গে কিছু মিউজিক চ্যানেলও যোগ করা হয়েছে, যেমন - Stingray Greatest Holiday Hits, Stingray Soul Storm Christmas এবং Stingray Hot Country Christmas। এর মধ্যে কিছু চ্যানেল উৎসবের জন্য থাকার কারণে সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। বর্তমানে 171টি বিনামূল্য টিভি চ্যানেল রয়েছে গুগল টিভিতে। এই পরিষেবা ভারত সহ অন্যান্য দেশেও শীঘ্রই পাওয়া যেতে পারে।

Show Full Article
Next Story