Chrome ব্রাউজারের মালিকানা হারাচ্ছে Google? অ্যান্ড্রয়েড ওএস নিয়েও আদালতে চাপের মুখে আমেরিকার টেক জায়ান্ট

সার্চ ব্যবসায় গুগলের একচেটিয়া ব্যবসা নিয়ে অখুশি আমেরিকার আদালত। ক্রোম ব্রাউজার নিয়ে যে মনোপলি সৃষ্টি হয়েছে তা নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত নিতে চলেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস।

Suvrodeep Chakraborty 20 Nov 2024 7:23 PM IST

গুগলে আয়ের একটি বড় অংশ আসে ক্রোম ব্রাউজার থেকে। অ্যান্ড্রয়েড থেকে ডেস্কটপ সমস্ত জায়গায় Chrome ব্রাউজারের আধিপত্য, যা নিয়ে আপত্তি জানিয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস। অভিযোগ, অনলাইন সার্চ ব্যবসায় মনোপলি সৃষ্টি করেছে গুগলের ক্রোম ব্রাউজার। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, শীঘ্রই এই ব্যবসা বিক্রি বা ভাগ করার জন্য সংস্থাকে জানাতে পারে আদালত।

শুধু তাই নয়, সার্চ এবং প্লে-স্টোর থেকে অ্যান্ড্রয়েডকে আলাদা করার নির্দেশও দেওয়া হয়েছে গুগলকে। বহু বছর ধরেই সার্চ ইঞ্জিনে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে সংস্থাটি। বাজারে অন্য কোনও সংস্থা দাঁড়াতে পারছে না। সমগ্র বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আধিকারিকেরা। যে কারণে গুগলকে এই মর্মে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা।

আমেরিকার আদালতের কোপে এবার গুগল

মূলত দুটি নির্দেশ সামনে এসেছে আদালতের পক্ষ থেকে। প্রথম, ক্রোম ব্রাউজার বিক্রি করার চাপসৃষ্টি করা হচ্ছে গুগলকে। দ্বিতীয়, প্লে স্টোর এবং সার্চ থেকে অ্যান্ড্রয়েডকে আলাদা করা। পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের সঙ্গে আরও বেশি তথ্য ভাগ করতে বলা হয়েছে গুগলকে। যাতে তারা তাদের বিজ্ঞাপনের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ পেতে পারে। গুগলের বেশ কিছু চুক্তিও বাতিল করে দিতে পারে ডিপার্টমেন্ট অফ জাস্টিস।

আমেরিকার আদালতের এ হেন পদক্ষেপের ফলে চাপে পড়েছে Google। সংস্থার মোট আয়ের একটি বড় অংশ সার্চ ইঞ্জিন, প্লে স্টোর থেকে। তবে এই ব্যবসা আদৌ আইন মেনে করা হচ্ছে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

এই মুহূর্তে জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলির মধ্যে প্রথমে রয়েছে Chrome। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপলের Safari। তারপর Edge এবং Firefox। ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি বাজার দখল গুগলের। একাধিক প্ল্যাটফর্মে উপস্থিত গুগল ক্রোম - মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস, আইপ্যাডওএস, অ্যান্ড্রয়েড এবং ক্রোমওএস। এমতাবস্থায় অনেকেই মনে করছেন, আদালতের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে চলেছে গুগলের ব্যবসা।

Show Full Article
Next Story