Licence: ৩১ অক্টোবর পর্যন্ত গাড়ির নথির মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার

অতিমারি পরিস্থিতির কারণে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিটের মতো গাড়ির নথির মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ২০২০…

অতিমারি পরিস্থিতির কারণে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিটের মতো গাড়ির নথির মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির যে সব গাড়ির নথির মেয়াদ শেষ হয়েছে, বা ২০২১-এর ৩১ অক্টোবরের পর শেষ হবে, সেই সব ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য। শংসাপত্রে সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করার ফলে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন বহু চালক।

Goverment validity-of-motor-vehicle-documents

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে ড্রাইভিং লাইসেন্স-সহ গাড়ির বিভিন্ন নথির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যাতে গাড়ি ব্যবহারকারীদের অযথা হয়রানি বা সমস্যার মুখে না পড়তে হয়।

উল্লেখ্য, আর আগে ২০২০-এর ৩০ মার্চ, ৯ জুন, ২৪ অগাস্ট, ২৭ ডিসেম্বর এবং ২০২১-এর ২৬ মার্চ ও ১৭ জুন বিজ্ঞপ্তি জারি করে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিটের মতো গাড়ির নথির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন